বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫

হজের আনুষ্ঠানিকতা শুরু ৪ জুন থেকে

আন্তর্জাতিক ডেস্ক
-বিজ্ঞাপণ-spot_img

সৌদি আরবে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সেই অনুসারে, আগামী ৪ জুন থেকে হজের আনুষ্ঠানিকতা শুরু হবে বলে ঘোষণা দিয়েছে দেশটির সর্বোচ্চ আদালত। মঙ্গলবার (২৭ মে) এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে সরকারি বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ)।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, এ বছর আরাফাতের ময়দানে হজের মূল আনুষ্ঠানিকতা অর্থাৎ ‘হজের দিন’ পালিত হবে ৫ জুন। এর পরদিন, ৬ জুন সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ঈদুল আজহা উদযাপিত হবে।

এর আগে সোমবার (২৬ মে) এক সংবাদ সম্মেলনে সৌদি হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী তৌফিক আল-রাবিয়াহ জানান, বিশ্বের বিভিন্ন দেশ থেকে ইতোমধ্যে ১০ লাখের বেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। বাকি হজযাত্রীরা কয়েক দিনের মধ্যেই সৌদি আরবে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে।

প্রতি বছর ইসলামী বর্ষপঞ্জির ১২তম মাস জিলহজের ৮ থেকে ১৩ তারিখের মধ্যে হজের মূল আনুষ্ঠানিকতাগুলো সম্পন্ন হয়। এই সময়ে হজযাত্রীরা মিনায় অবস্থান, আরাফাতের ময়দানে সমবেত হওয়া, মুজদালিফায় রাত যাপন, কাবা শরিফ তাওয়াফসহ একাধিক ধর্মীয় রীতিনীতিতে অংশ নেন।

বিশেষভাবে উল্লেখ্য, জিলহজের ৯ তারিখ হাজিরা আরাফাতের ময়দানে একত্র হন। এ স্থানেই রয়েছে ঐতিহাসিক জাবালুর রাহমা পাহাড়, যেখান থেকে মহানবী হজরত মুহাম্মদ (সা.) বিদায় হজের সময় উম্মতের প্রতি তাঁর শেষ ভাষণ প্রদান করেছিলেন। এই দিনটি হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন হিসেবে বিবেচিত হয়।

সৌদি সরকার হজ নির্বিঘ্ন করতে কঠোর নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি নিশ্চিতে নানা পদক্ষেপ নিয়েছে।

শেয়ার করুন

সর্বশেষ নিউজ

গোপালগঞ্জে এখন নীরবতা

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির গাড়ি বহরে হামলাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে স্থানীয় আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে টানা ৪ ঘণ্টা রক্তক্ষয়ী...

শ্রীলঙ্কাকে হারিয়ে যে দুই রেকর্ড গড়লেন লিটন দাস

ওয়ানডে সিরিজে হারের পর টি-টোয়েন্টি সিরিজেও শুরুটা হার দিয়ে। তবে শ্রীলঙ্কার বিপক্ষে পরের দুই ম্যাচ টানা জিতেছে লিটন দাসের দল। তাতে দুইটি নতুন রেকর্ডও...

চৌদ্দগ্রামে ভ্রাম্যমান আদালতের অভিযানে পপুলার ডায়াগনস্টিক সেন্টার সিলগালা-জরিমানা

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে ভ্রাম্যমান আদালতের বিশেষ অভিযানে সুনির্দিষ্ট কিছু অভিযোগের প্রমাণ পাওয়ায় মুন্সীরহাট পপুলার ডায়াগনস্টিক সেন্টারটি সিলগালা এবং ২০ হাজার টাকা অর্থদন্ড...

কুমারখালীতে মহাসড়কে টোল আদায়ের প্রতিবাদ করায় জামায়াত নেতার ওপর হামলা

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পৌর শহরস্থ কাজীপাড়ায় কুষ্টিয়া - রাজবাড়ী মহাসড়কের টোল আদায়ের প্রতিবাদ করায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব উইংয়ের নেতা সাইফুল ইসলাম শোভনের (২৫)...

সম্পর্কিত নিউজ

গোপালগঞ্জে এখন নীরবতা

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির গাড়ি বহরে হামলাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে স্থানীয় আওয়ামী...

শ্রীলঙ্কাকে হারিয়ে যে দুই রেকর্ড গড়লেন লিটন দাস

ওয়ানডে সিরিজে হারের পর টি-টোয়েন্টি সিরিজেও শুরুটা হার দিয়ে। তবে শ্রীলঙ্কার বিপক্ষে পরের দুই...

চৌদ্দগ্রামে ভ্রাম্যমান আদালতের অভিযানে পপুলার ডায়াগনস্টিক সেন্টার সিলগালা-জরিমানা

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে ভ্রাম্যমান আদালতের বিশেষ অভিযানে সুনির্দিষ্ট কিছু অভিযোগের প্রমাণ পাওয়ায়...