ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা ও মডেল নুসরাত ফারিয়ার জামিন মঞ্জুর করেছেন আদালত। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রিক রাজধানীর ভাটারা থানায় দায়েরকৃত হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছিল।
মঙ্গলবার (২০ মে) আসামি পক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোস্তাফিজুর রহমান ফারিয়া জামিন মঞ্জুর করেন।
আইনজীবী মোহাম্মদ ইফতেখার হোসেন গণমাধ্যমকে বলেন, নুসরাত ফারিয়া জামিন চেয়ে আজ সকালে আদালতে আবেদন করেন। শুনানি নিয়ে আদালত তাঁর জামিন মঞ্জুর করেন।
নুসরাতের জামিন শুনানির সময় আইনজীবীরা আদালতকে বলেন, মামলায় উল্লেখিত ঘটনার সময় নুসরাত দেশে ছিলেন না। এ বিষয়ে আইনজীবীরা আদালতের কাছে কাগজপত্র জমা দিয়েছেন। শুনানি নিয়ে আদালত তাঁর জামিন মঞ্জুর করেন।