হবিগঞ্জে আজ রোববার (১৯ মার্চ) ভোর থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন। গতকাল রাত নয়টার দিকে শ্রমিক ইউনিয়ন এক বিজ্ঞপ্তিতে তাদের এ সিদ্ধান্তের কথা জানায়।
জেলা শ্রমিক ইউনিয়ন সূত্রে জানা যায়, হবিগঞ্জ ২৫০ শয্যার জেলা সদর হাসপাতালের ভেতর থেকে হাসপাতাল কর্তৃপক্ষ সব অ্যাম্বুলেন্স (বেসরকারিভাবে পরিচালিত) সরিয়ে নেওয়ার নির্দেশ দেয়। জেলা অ্যাম্বুলেন্স সমিতি হাসপাতাল কর্তৃপক্ষের এ সিদ্ধান্তের প্রতিবাদ জানায়। হাসপাতাল কর্তৃপক্ষের সিদ্ধান্তের প্রতিবাদে গতকাল শনিবার সন্ধ্যায় এক জরুরি সভায় ধর্মঘটের সিদ্ধান্ত নেওয়া হয়। তাদের এ দাবির প্রতি একাত্মতা প্রকাশ করে হবিগঞ্জ জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন। এর পরিপ্রেক্ষিতে সব শ্রমিক ইউনিয়নের যৌথ সভায় রোববার ভোর থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে হবিগঞ্জ জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন।
এ বিষয়ে হবিগঞ্জ জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. সজিব আলী বলেন, ‘অ্যাম্বুলেন্সগুলো দীর্ঘদিন ধরে হাসপাতালের ভেতরে থেকে রোগীদের সেবা দিয়ে আসছে। হাসপাতাল কর্তৃপক্ষ হঠাৎ করে অ্যাম্বুলেন্সগুলো বের করে দেওয়ায় শ্রমিকেরা বিপাকে পড়েছেন। আমরা জেলা প্রশাসনের কাছে বিকল্প জায়গার দাবি করে আসছিলাম। প্রশাসন এ বিষয়ে কোনো সিদ্ধান্ত জানায়নি। যে কারণে আগামীকাল থেকে জেলা শ্রমিক ইউনিয়ন এ অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে। এতে হবিগঞ্জ জেলা সদর থেকে সব ধরনের অভ্যন্তরীণ ও দূরপাল্লার বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস বন্ধ থাকবে।’