খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) অপরাজিতা হলের ভেতরে এক ছাত্রী নিজেই নিজের গলায় অস্ত্র চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন।
মঙ্গলবার(১৬ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে খুলনা বিশ্ববিদ্যালয়ের অপরাজিতা হলের বাথরুমে গিয়ে গলা কেটে আত্মহত্যার চেষ্টা চালানো ছাত্রীর নাম খাদিজা আক্তার। সেই ছাত্রী বিশ্ববিদ্যালয়টির আইন ডিসিপ্লিনের চতুর্থ বর্ষে অধ্যয়নরত।
আহত অবস্থায় বিশ্ববিদ্যালয়ের হলে থাকা অন্য সহপাঠীরা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি করেছেন। অস্ত্রোপচারের পর তিনি এখন আশঙ্কামুক্ত।
তার সাথে থাকা হলের অন্য সহপাঠীরা জানান, গত কয়েকদিন ধরেই পারিবারিক কিছু বিষয় নিয়ে ওই শিক্ষার্থী মানসিক যন্ত্রণায় ছিলেন। বেলা সাড়ে ১১টার দিকে হঠাৎ বটি নিয়ে বাথরুমে প্রবেশ করে দরজা আটকে দেন। পরে ওই বটি দিয়ে গলায় আঘাত করেন তিনি।
ঘটনার সময়ই অন্য ছাত্রীরা টের পেয়ে তাকে দ্রুত উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক শরীফ হাসান লিমন জানান, ঘটনার পর হাসপাতালে নেওয়া হলে দুপুরেই তার অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। তাকে পোস্ট অপারেটিভ কেয়ার ইউনিটে স্থানান্তর করা হয়েছে।