প্রচলিত নিয়ম অনুযায়ী কোনো দেশের সরকার প্রধান একদেশ থেকে অন্য দেশে সফর করলে তাকে অভ্যর্থনা জানায় সফররত দেশের প্রধানমন্ত্রী। আর এই অভ্যর্থনার ধরন যদি হয় ভিন্ন রকমের তাহলে সেটি নিয়ে আলোচনা চলতে থাকে। এবার তেমনি এক আলোচনা তৈরি করলেন আলবেনিয়ার প্রধানমন্ত্রী এডি রামা।
শুক্রবার (১৬ মে) ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে হাঁটু গেড়ে বসে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী রামা । আর এই অভ্যর্থনার দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
ইউরোপিয়ান পলিটিক্যাল কমিউনিটি সামিটে (ইপিসি) যোগ দিতে আসেন মেলোনি। রেড কার্পেটের উপর দিয়ে যখন হেঁটে আসছিলেন, সেই সময় হাঁটু গেড়ে বসে ইতালির প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান আলবানিয়ার প্রধানমন্ত্রী। তাতে হয়তো কিছুটা লজ্জাই পান মেলোনি।
রামাকে উদ্দেশ করে কিছু বলতে থাকেন, তারপর হেঁটে গিয়ে আলিঙ্গন করেন আলবানিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে । রামা মেলোনিকে ইতালির ‘বোন’ হিসেবেও উল্লেখ করেন। তবে শুধু মেলোনিকে এরকমভাবে স্বাগত জানাননি আলবানিয়ার প্রধানমন্ত্রী, সম্মেলনে যোগ দেওয়া ৪০ জনের বেশি নেতাকে উষ্ণ অভ্যর্থনা জানান ।