বিএনপির আন্দোলনকে হাঁসের ডিম পাড়ার সঙ্গে তুলনা করে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘হাঁস ডিম পাড়ার আগে যেমন হাঁকডাক করে, আন্দোলন নিয়ে বিএনপিও তেমনি করছে। কয়েক দিন আগের বিএনপির গণ অবস্থান ও আগামী ১৬ তারিখের কর্মসূচি হাঁসের মত ডিম পাড়ার মতো।
মন্ত্রীর দাবি, বিএনপির সমাবেশে জনগণ তো দূরের কথা, বিএনপির কর্মীরাও সবাই সেখানে অংশগ্রহণ করেনি।
শুক্রবার (১৩ জানুয়ারি) সকালে রাজশাহী সার্কিট হাউজ প্রাঙ্গণে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি ১৪ বছর ধরে নানা রকম আন্দোলন করার ঘোষণা দিয়েছে। কখনো বলেছে শীতের পরে, ঈদের পরে, পরীক্ষার পরে। কিন্তু আন্দোলনের ঘোষণা দিয়েই শেষ।
জামায়াত ও হেফাজতের সঙ্গে আওয়ামী লীগের সমঝোতা হচ্ছে কি না সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘এ বিষয়ে প্রশ্ন করা অবান্তর। আওয়ামী লীগ বাংলাদেশে অসাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনার প্রতীক। সেই লক্ষ্যে দেশ বিনির্মাণের কাজ চলছে। আওয়ামী লীগ সাম্প্রদায়িক কোনো গোষ্ঠীর সঙ্গে সম্পর্ক গড়বে না। ’
বিদ্যুতের দাম বৃদ্ধির বিষয়ে মন্ত্রী বলেন, ‘বিশ্বব্যাপী জ্বালানি তেলের দাম বাড়ার কারণে বিদ্যুতের দাম বেড়েছে। দেশের বিদ্যুৎ খাত জ্বালানি নির্ভর হওয়ায় দাম বাড়াতে হয়েছে। পৃথিবীর সব দেশেই বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে।