33 C
Dhaka
Thursday, September 19, 2024

হানিফ পরিবহনের বাসে হঠাৎ বিস্ফোরণ, আগুন

ডেস্ক রিপোর্ট:

চট্টগ্রাম নগরের বাকলিয়া থানার শাহ আমানত সেতু এলাকায় হানিফ পরিবহনের একটি বাসে হটাৎ বিস্ফোরণ ঘটনায় আগুন লেগে যায় বাসটিতে।। তবে এতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে বাসটিতে আগুন লাগলে নন্দনকানন ফায়ার স্টেশনের দুটি ইউনিট রাত ১১টার দিকে এই আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় আগুনের কারণে যান চলাচল বন্ধ থাকায় শাহ আমানত সেতু এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে সাময়িক যানজটের সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে কক্সবাজার যাওয়ার উদ্দেশ্যে যাত্রী তুলছিল হানিফ পরিবহনের (চট্ট মেট্রো-ব ১৯০১৬১) বাসটি। সে সময় হঠাৎ বিকট শব্দ হয়ে আগুন ধরে যায়। আগে থেকে গাড়িতে কয়েকজন যাত্রী বসে ছিলেন। আগুন লাগার সঙ্গে সঙ্গে চালক ও যাত্রীরা দ্রুত গাড়ি থেকে নেমে যান। অল্পের জন্য ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পান তাঁরা।

তাৎক্ষণিকভাবে বাসে এই বিস্ফোরণের কারণ সম্পর্কে জানা যায়নি। বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রহিম প্রথম আলোকে বলেন, বাসটিতে আগুনে হতাহতের ঘটনা নেই। মালিকপক্ষের সঙ্গে যোগাযোগের প্রক্রিয়া চলছে।

এর আগে গাজীপুর ও মানিকগঞ্জে শিক্ষাসফরের বাসে আগুন লাগার ঘটনা ঘটে। এতেও কেউ হতাহত হয়নি বলে জানা যায়।

সর্বশেষ সংবাদ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর নামধারী ছাত্রলীগের হামলা, আহত ১৫

ববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের কোটা সংস্কার আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে বরিশাল  বিশ্ববিদ্যালয়ের নামধারী ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ ঘটনায় ১৫  জন শিক্ষার্থী আহত হয়েছেন।    সোমবার(২৯...

শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে জাবি শিক্ষকের পদত্যাগ

ন্যায্য দাবিতে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের ওপর আইনশৃঙ্খলা বাহিনী ও ছাত্রলীগের হামলার প্রতিবাদে পদত্যাগপত্র জমা দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের এক শিক্ষক। আজ...

কেমন ছিল বুধবারের আন্দোলন, যা বললেন ঢাবি শিক্ষার্থী

কোটা সংস্কার আন্দোলনের আরও একটি সহিংসতাময় দিন পার হলো বুধবার। দিনের শুরুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে চলে ছাত্রলীগ নেতাকর্মীদের উচ্ছেদের অভিযান। রাতে বেগম রোকেয়া হল...