বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জার্সিতে হামজা চৌধুরীর অভিষেক হতে পারে ২৫ মার্চ। সেদিন এশিয়ান কাপের বাছাইপর্বে বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে ভারতের বিপক্ষে। সেই ম্যাচের জন্য হাভিয়ের কাবরেরার ঘোষিত ৩৮ সদস্যের প্রাথমিক দলে আছেন শেফিল্ড ইউনাইটেডের এই ডিফেন্সিভ মিডফিল্ডার।
আজ বাফুফে ঘোষিত প্রাথমিক তালিকায় জায়গা পেয়েছেন আরেকজন প্রবাসী। ফাহমেদুল ইসলাম নামের এই মিডফিল্ডার খেলেন ইতালির ওলবিয়া কালচোতে। ৩৮ জনের মধ্যে আছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম পর্বে ক্লাব না পাওয়া ডেনমার্কপ্রবাসী জামাল ভূঁইয়াও।
জামাল মধ্যবর্তী দলবদলে ব্রাদার্স ইউনিয়নে নাম লিখিয়েছেন। কিন্তু লিগে প্রথম পর্বে না খেলায় তাঁর ফিটনেস নিয়ে প্রশ্ন আছে। ৩৮ ফুটবলারের মধ্যে সর্বোচ্চ ১৪ জন ফুটবলার প্রিমিয়ার লিগের টানা পাঁচবারের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের। তবে চোটের নেই একই দলের ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ।
আবাহনী থেকে ডাক পেয়েছেন ৮ জন। ৬ জন মোহামেডানের। গোলরক্ষক ৫ জন। মোহামেডানের দুই গোলরক্ষক সুজন হোসেন ও সাকিব আল হাসান জায়গা পেয়েছেন। ডাক পেয়েছেন বসুন্ধরা কিংসের আনিসুর রহমান ও মেহেদি হাসান শ্রাবণ। তবে বরাবরের মতো ব্রাত্য রয়ে গেছেন লিগের স্থানীয়দের মধ্যে রাকিব হোসেনের সঙ্গে সর্বোচ্চ ৫ গোল করা রহমতগঞ্জের স্ট্রাইকার নাবিব নেওয়াজ জীবন।
প্রাথমিক দল নিয়ে ঢাকায় কয়েক দিন অনুশীলনের পর ক্যাম্প করতে সৌদি আরব যাওয়ার কথা বাংলাদেশ দলের।
স্কোয়াডে জায়গা পেয়েছেন যারা
গোলরক্ষক
মিতুল মারমা, সুজন হোসাইন, আনিসুর রহমান, মেহেদী হাসান শ্রাবণ, সাকিব আল হাসান।
ডিফেন্ডার
মুরাদ হাসান, মেহেদী হাসান, শাকিল আহাদ তপু, রহমত মিয়া, শাকিল হোসাইন, ঈসা ফয়সাল, তাজ উদ্দিন, তারিক কাজী, তপু বর্মণ, সাদ উদ্দিন, সুশান্ত ত্রিপুরা, ইয়াসিন খান, জাহিদ হাসান।
মিডফিল্ডার
মোহাম্মদ হৃদয়, পাপন সিং, সৈয়দ শাহ কাজিম, সোহেল রানা, চন্দন রয়, মাহবুবুর রহমান জনি, শেখ মোরছালিন, জামাল ভূঁইয়া, হামজা চৌধুরী।
ফরোয়ার্ড
ফয়সাল আহমেদ ফাহিম, রাকিব হোসেন, রাব্বি হোসেন, রফিকুল ইসলাম, ইমন শাহারিয়া, মোহাম্মদ ইব্রাহিম, আরিফ হোসেন, আল আমিন, পলাশ আহমেদ নোভা, ফাহমেদুল ইসলাম।