শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

হামজা আসায় দক্ষিণ এশিয়ার সবচেয়ে দামি দল এখন বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক
-বিজ্ঞাপণ-spot_img

ট্রান্সফারমার্কেটের হিসাব অনুযায়ী, বাংলাদেশের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশের সম্মিলিত বাজারদরের চেয়ে হামজার একার মূল্যমানই দ্বিগুণ।

নাগরিকত্ব নিয়ে বাংলাদেশের হয়েছেন আগেই, হামজা চৌধুরীর অপেক্ষা এখন লাল-সবুজ জার্সি গায়ে চড়ানোর। তার অন্তর্ভুক্তিতে বাংলাদেশ দলের শক্তি বাড়বে কতোটুকু, কতোটা বদলাবে বাংলাদেশ; এটা দেখার জন্য অপেক্ষা করতে হবে। তবে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা এই ফুটবলারের অন্তর্ভুক্তির প্রভাব ইতোমধ্যেই বাংলাদেশ দলে পড়েছে। দক্ষিণ এশিয়ার সবচেয়ে দামি দল হয়ে গেছে বাংলাদেশ।

এশিয়া কাপ বাছাই পর্বে আগামী ২৫ মার্চ ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচ দিয়ে বাংলাদেশ দলে অভিষেক হবে হামজার। ম্যাচটি খেলতে সোমবার দেশে এসেছেন শেফিল্ড ইউনাইটেডের এই ডিফেন্সিভ মিডফিল্ডার। এই ম্যাচের আগে ভারতকে একটি জায়গাতে পেছনে ফেলেছে বাংলাদেশ, আর সেটা কেবল হামজার কারণেই। কেবল তার অন্তর্ভুক্তিতেই দক্ষিণ এশিয়ার সবচেয়ে দামি দল হয়ে গেছে বাংলাদেশ। এতোদিন সবচেয়ে দামি দল ছিল সাফের বর্তমান চ্যাম্পিয়ন ভারত।

আন্তর্জাতিক ফুটবলের দলবদল বিষয়ক ওয়েবসাইট ‘ট্রান্সফারমার্কেট’— এমনই জানিয়েছে। ওয়েব সাইটটির হিসাব অনুযায়ী ভারত স্কোয়াডের মূল্যমান ৫.৮৮ মিলিয়ন ইউরো। বাংলাদেশ স্কোয়াডের মূল্য ছিল ৪.০৯ মিলিয়ন ইউরো। হামজা নাম লেখানোয় বাংলাদেশ স্কোয়াডের মূল্য দাঁড়িয়েছে ৮.৫৯ মিলিয়ন ইউরো। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১৩৩ কোটি ৭৩ লাখ টাকা। হামজার একার বাজারদরই ৪.৫০ মিলিয়ন ইউরো, এ কারণেই বাংলাদেশ স্কোয়াডের মূল্য দ্বিগুণের বেশি বেড়েছে।

পুরো এশিয়ার হিসেবে অবশ্য বাংলাদেশ বেশ পিছিয়ে, এশিয়াতে দামি দলের তালিকায় ১৯তম স্থানে তারা। ট্রান্সফারমার্কেটের এএফসি র‍্যাংকিং অনুযায়ী এশিয়ার সবচেয়ে দামি দল জাপান, তাদের স্কোয়াডের মূল্য ৩০৬ মিলিয়ন ইউরো। ১৩৪.১০ মিলিয়ন ইউরোর স্কোয়াড নিয়ে দুই নম্বরে দক্ষিণ কোরিয়া। তিন নম্বরে উজবেকিস্তান, তাদের স্কোয়াডের মূল্য ৪৭ মিলিয়ন ইউরো। ৪৬.৩০ মিলিয়ন ইউরোর স্কোয়াড নিয়ে ইরান চারে এবং পাঁচে থাকা সংযুক্ত আরব আমিরাতের স্কোয়াডের মূল্য ৪৪.৩৫ মিলিয়ন ইউরো।

ট্রান্সফারমার্কেটের হিসাব অনুযায়ী, বাংলাদেশের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশের সম্মিলিত বাজারদরের চেয়ে হামজার একার মূল্যমানই দ্বিগুণ। ভারতের সম্ভাব্য একাদশের মূল্য ২.৮৫ মিলিয়ন ইউরো, যেখানে হামজার বাজারদর সাড়ে চার মিলিয়ন ইউরো। ২০১৯ সালের ১২ সেপ্টেম্বর দলবদলের হিসেবে হামজার সর্বোচ্চ মূল্য ওঠে ১০ মিলিয়ন ইউরো।

শেয়ার করুন

সর্বশেষ নিউজ

আল-আকসা ভেঙে ফেলার পরিকল্পনা করছে ইসরায়েলিরা, ফিলিস্তিন সরকারের সতর্কতা জারি

দখলদার ইসরায়েলি সেটেলার তথা অবৈধ বসতি স্থাপনকারীরা জেরুজালেমে মুসলিমদের তৃতীয় পবিত্রতম স্থান ও প্রথম কিবলা আল-আকসা মসজিদে হামলা চালিয়ে এটি ভেঙে ফেলে তার জায়গায়...

উৎকণ্ঠার অবসান, বিশ্বকাপে বাংলাদেশ নারী দল

বিশ্বকাপে জায়গা করে নিলো বাংলাদেশের মেয়েরা। শেষ পর্যন্ত অপেক্ষা আর উৎকণ্ঠার পালা শেষ হয়েছে নিগার সুলতানাদের জন্য। নেট রান রেটে এগিয়ে থাকায় শেষ হাসি হাসলো...

পুঁটি মাছ কাটা নিয়ে দ্বন্দ্বে স্ত্রীকে খুনের পর সেচ্ছায় থানায় উপস্থিত স্বামী

বাজার থেকে কিনে আনা পুঁটি মাছ কাটা নিয়ে দ্বন্দ্বের জেরে স্ত্রীকে গলা টিপে হত্যা করেন স্বামী। এরপর স্বামী নিজেই থানায় উপস্থিত হয়ে দেন ঘটনার...

যুক্তরাষ্ট্রের আরেকটি এমকিউ-৯ রিপার ড্রোন ধ্বংস করল হুতি

যুক্তরাষ্ট্রের আরও একটি এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত করেছে ইয়েমেনি সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুতি। গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বিষয়টি নিশ্চিত করেছেন। জেনারেল ইয়াহিয়া...

সম্পর্কিত নিউজ

আল-আকসা ভেঙে ফেলার পরিকল্পনা করছে ইসরায়েলিরা, ফিলিস্তিন সরকারের সতর্কতা জারি

দখলদার ইসরায়েলি সেটেলার তথা অবৈধ বসতি স্থাপনকারীরা জেরুজালেমে মুসলিমদের তৃতীয় পবিত্রতম স্থান ও প্রথম...

উৎকণ্ঠার অবসান, বিশ্বকাপে বাংলাদেশ নারী দল

বিশ্বকাপে জায়গা করে নিলো বাংলাদেশের মেয়েরা। শেষ পর্যন্ত অপেক্ষা আর উৎকণ্ঠার পালা শেষ হয়েছে...

পুঁটি মাছ কাটা নিয়ে দ্বন্দ্বে স্ত্রীকে খুনের পর সেচ্ছায় থানায় উপস্থিত স্বামী

বাজার থেকে কিনে আনা পুঁটি মাছ কাটা নিয়ে দ্বন্দ্বের জেরে স্ত্রীকে গলা টিপে হত্যা...