মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫

হামলায় ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংস হয়নি: মার্কিন গোয়েন্দা তথ্য

আন্তর্জাতিক ডেস্ক
-বিজ্ঞাপণ-spot_img

ইরানের পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে আচমকা বিমান হামলা চালিয়ে বসেছিল যুক্তরাষ্ট্র। তবে সেই হামলায় খুব একটা সফল হতে পারেনি বলেই মনে করছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। বিমান হামলায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলো পুরোপুরি ধ্বংস হয়নি, হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচির অগ্রগতি কিছুটা সময়ের জন্য থেমে গেলেও, সামগ্রিক সক্ষমতা খুব একটা নড়চড় হয়নি। মার্কিন গোয়েন্দা সংস্থার প্রাথমিক মূল্যায়নে এমন তথ্য উঠে এসেছে।

সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, এই মূল্যায়ন তৈরি করেছে পেন্টাগনের গোয়েন্দা শাখা এবং প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা (ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি বা ডিআইএ)। একাধিক সূত্র জানায়, এই প্রাথমিক বিশ্লেষণ তৈরি করা হয়েছে ইরানে চালানো মার্কিন হামলার পর ইউএস সেন্ট্রাল কমান্ড পরিচালিত যুদ্ধ-পরবর্তী ক্ষয়ক্ষতির তথ্য বিশ্লেষণের ভিত্তিতে।

মূল্যায়নে যুক্ত থাকা দুজন ব্যক্তির বরাতে সিএনএন বলছে, হামলার ফলে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত ধ্বংস হয়নি। এমনকি, বহু সংখ্যক সেন্ট্রিফিউজ এখনও অক্ষত রয়েছে।

আরেকটি সূত্র আরও জানায়, হামলার আগে এসব ইউরেনিয়াম সরিয়ে নেওয়া হয়েছিল, ফলে প্রকৃত ক্ষতির পরিমাণ কম। তাদের মতে—এই হামলা ইরানকে সর্বোচ্চ কয়েক মাসের জন্য পিছিয়ে দিতে পেরেছে, কিন্তু এর চেয়ে বেশি নয়।

অন্যদিকে, রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ইউরেনিয়ামের মজুত এখনও অপসারণ করা হয়নি এবং বেশিরভাগই মাটির গভীরে সুরক্ষিত রয়েছে। যদিও ইরান দাবি করছে, তাদের পারমাণবিক কর্মসূচি একান্তই শান্তিপূর্ণ উদ্দেশ্যে, বিশেষ করে জ্বালানি উৎপাদনের জন্য।

মার্কিন পক্ষ এখনও হামলার পরিপূর্ণ প্রভাব সম্পর্কে নিশ্চিত নয়। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো ইরানের ভেতর থেকেও বিভিন্ন উৎস থেকে তথ্য সংগ্রহের চেষ্টা চালিয়ে যাচ্ছে, যাতে করে ক্ষয়ক্ষতির প্রকৃত মাত্রা নির্ধারণ করা যায়।

তবে হোয়াইট হাউজ এই গোয়েন্দা মূল্যায়নকে ‘সম্পূর্ণ ভুল’ বলে প্রত্যাখ্যান করেছে।

প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট সিএনএনকে দেওয়া এক বিবৃতিতে বলেন, এই মূল্যায়ন একটি ‘অতি গোপনীয়’ নথি, যা জনসম্মুখে প্রকাশ করা যায় না। তিনি অভিযোগ করেন, একজন অজ্ঞাত, নিম্নস্তরের এবং ব্যর্থ কর্মকর্তা এই তথ্য ফাঁস করেছেন। তার ভাষায়, এই ফাঁসের উদ্দেশ্য ছিল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হেয় করা এবং সফল মিশনে অংশ নেওয়া মার্কিন পাইলটদের অসম্মান করা।

ক্যারোলিন লিভিট আরও বলেন, ৩০ হাজার পাউন্ড ওজনের বোমা যখন নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানে, তখন সেখানে কিছুই অবশিষ্ট থাকে না। এই হামলা ছিল সুনির্দিষ্ট ও নিখুঁতভাবে পরিচালিত।

আন্তর্জাতিক অস্ত্র বিশেষজ্ঞ ও মিডলবেরি ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল স্টাডিজের অধ্যাপক জেফ্রি লুইস স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে বলেন, যুক্তরাষ্ট্রের হামলা ইরানের পারমাণবিক কর্মসূচির কার্যকর সমাপ্তি ঘটিয়েছে— এমনটা মনে করার কোনো কারণ নেই। তিনি সিএনএনের প্রতিবেদন ও মূল্যায়নের সঙ্গে একমত পোষণ করেন।

ইরান-ইসরায়েল যুদ্ধের মধ্যেই ‘অপারেশন মিডনাইট হ্যামার’ নামে একটি গোপন অভিযান চালায় যুক্তরাষ্ট্র । ওই অভিযানে ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাকে লক্ষ্যবস্তু হিসেবে বেছে নেওয়া হয়। মিশৌরি অঙ্গরাজ্যের হোয়াইটম্যান বিমানঘাঁটি থেকে বি-২ স্টিলথ বোমারু বিমান এই অভিযানে অংশ নেয়। বিমানগুলো প্রায় ১৮ ঘণ্টার টানা ফ্লাইটে ইরানে পৌঁছায়। রাতের আঁধারে তারা একাধিকবার মাঝপথে জ্বালানি নেয় এবং বিভ্রান্তিকর বিভিন্ন রুট ব্যবহার করে ইরানের আকাশসীমায় প্রবেশ করে সফলভাবে হামলা চালায়।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই অভিযানকে একটি সফল অভিযান হিসেবে দাবি করলেও নতুন করে গোয়েন্দা তথ্য ভিন্ন কথাই বলছে।

শেয়ার করুন

সর্বশেষ নিউজ

ঢাকায় বিমান ঘাঁটি রাখা অত্যাবশ্যক: বিমান বাহিনী

বাংলাদেশ বিমান বাহিনীর এয়ার কমোডোর শহিদুল ইসলাম বলেছেন, ঢাকার আকাশ প্রতিরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে এবং কৌশলগত প্রয়োজনীয়তা বিবেচনায় ঢাকায় বিমান ঘাঁটি রাখা অত্যাবশ্যক।সোমবার...

শহীদ আব্দুল্লাহর স্মরণে বেনাপোলে বৃক্ষরোপণ কর্মসূচি

জয়নাল আবেদীন, বেনাপোল প্রতিনিধিযশোরের বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান’ স্মরণে ব্যতিক্রমধর্মী একটি অংশগ্রহণমূলক আইডিয়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। পাশাপাশি শহীদ ছাত্র আব্দুল্লাহর স্মৃতির প্রতি...

এবার মহাসড়কে দাঁড়িয়ে ক্লাস নিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণে ডিপিপি’র দ্রুত অনুমোদন ও পূর্ণ বাস্তবায়নের দাবিতে ঢাকা-পাবনা মহাসড়কে ক্লাস নিয়েছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষকমণ্ডলী।সোমবার (২৮ জুলাই) সকাল ১০ টা...

জামায়াতের বিরুদ্ধে চাঁদাবাজি অভিযোগ তুলে মিছিল, রাতেই ডাকাতি করে আটক যুবদল নেতা

কুষ্টিয়ার কুমারখালীতে চাঁদাবাজির বিরুদ্ধে বিক্ষোভ মিছিলের কয়েক ঘণ্টা পরই ইটভাটায় ডাকাতি করতে গিয়ে ধরা পড়েছে যুবদল কর্মী মামুন হোসেন। মিছিলে অগ্রভাগে নেতৃত্ব দেওয়া মামুনকে...

সম্পর্কিত নিউজ

ঢাকায় বিমান ঘাঁটি রাখা অত্যাবশ্যক: বিমান বাহিনী

বাংলাদেশ বিমান বাহিনীর এয়ার কমোডোর শহিদুল ইসলাম বলেছেন, ঢাকার আকাশ প্রতিরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত...

শহীদ আব্দুল্লাহর স্মরণে বেনাপোলে বৃক্ষরোপণ কর্মসূচি

জয়নাল আবেদীন, বেনাপোল প্রতিনিধিযশোরের বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান’ স্মরণে ব্যতিক্রমধর্মী একটি অংশগ্রহণমূলক আইডিয়া...

এবার মহাসড়কে দাঁড়িয়ে ক্লাস নিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণে ডিপিপি’র দ্রুত অনুমোদন ও পূর্ণ বাস্তবায়নের দাবিতে ঢাকা-পাবনা মহাসড়কে...