আল আকসা মসজিদে হামলা এবং অবৈধ বসতি স্থাপনের জবাব দিতে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছে ফিলিস্তিনি গাজা অঞ্চলের শাসনক্ষমতায় থাকা হামাস। তারা জানিয়েছে, শনিবার (৭ অক্টোবর) প্রথম হামলায় ইসরায়েলের বিভিন্ন অবকাঠামো লক্ষ্য করে মাত্র ২০ মিনিটের ব্যবধানে ৫ হাজার রকেট ছোড়া হয়েছে।
হামাসের এ অভিযান শুরুর পর অবরুদ্ধ গাজা উপত্যকা লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এছাড়া গাজার সীমান্তে হামাসের যোদ্ধাদের সঙ্গে সম্মুখ লড়াই চলছে ইসরায়েলি সেনাদের।
ইসরায়েলের সামরিক বাহিনী গাজা উপত্যকার কাছাকাছি এলাকায় বসবাসকারী নাগরিকদের সতর্ক করে দিয়েছে। তাদের বাড়িঘরে অবস্থান অথবা আশ্রয় কেন্দ্রে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ইসরায়েলের সেনাবাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাজারি বলেছেন, হামাসের যোদ্ধারা স্থল, সমুদ্র এবং আকাশপথে আক্রমণ শুরু করেছে।
দেশটির সেনাবাহিনী বলেছে, গত কয়েক ঘণ্টায় হামাসের যোদ্ধারা গাজা উপত্যকা থেকে ইসরায়েলি ভূখণ্ডে ব্যাপক পরিসরে রকেট নিক্ষেপ শুরু করেছে। সীমান্তের বিভিন্ন এলাকা দিয়ে ইসরায়েলে অনুপ্রবেশ করেছে হামাসের সদস্যরা। এই হামলার ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে হামাসকে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, তার দেশ যুদ্ধে রয়েছে। এই যুদ্ধে ইসরায়েল জিতবে। প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ বলেছেন, ইসরায়েল ‘অত্যন্ত কঠিন মুহূর্তের’ মুখোমুখি হয়েছে।
প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সুরেই কথা বলেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট। এক প্রতিক্রিয়ায় তিনি বলেছেন, ইসরায়েল এই যুদ্ধে জয়ী হবে। হামাস আজ সকালে একটি গুরুতর ভুল করেছে এবং ইসরায়েল রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছে। আইডিএফের সৈন্যরা প্রত্যেকটি স্থানে শত্রুর বিরুদ্ধে লড়াই করছে। আমি ইসরায়েলের সকল নাগরিককে নিরাপত্তার নির্দেশাবলী মেনে চলার আহ্বান জানাচ্ছি। ইসরায়েল এই যুদ্ধে জয়ী হবে।