জয়পুরহাটে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের গণহারে হত্যার হুমকি দেওয়ার ঘটনায় নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠেছে। এ ঘটনায় পাঁচবিবি মডেল প্রেসক্লাব এক বিবৃতিতে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।
শনিবার (৩০ আগস্ট) বিকেলে প্রেসক্লাব সভাপতি আহসান হাবিব ও সাধারণ সম্পাদক ইদ্রিস আলী স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে বলা হয়, সম্প্রতি কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের নেতা নাফসি তালুকদার একাধিক সাংবাদিককে হত্যার হুমকি দিয়েছেন। ইতোমধ্যে কয়েকজন সাংবাদিক জীবনের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
বিবৃতিতে উল্লেখ করা হয়, “সাংবাদিকদের উপর এ ধরনের ভয়ভীতি প্রদর্শন শুধু মুক্ত সাংবাদিকতার পথ রুদ্ধ করে না, এটি সংবিধান প্রদত্ত মত প্রকাশের স্বাধীনতার ওপরও সরাসরি আঘাত।”
এসময় বিবৃতিতে তিনটি দাবি উত্থাপন করা হয়-
১. অভিযুক্ত শিক্ষক নাফসি তালুকদারের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ।
২. সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ।
৩. ভবিষ্যতে সাংবাদিকদের উপর যেকোনো হামলা বা হুমকির দায়ভার প্রশাসনকে বহন করতে হবে।
একই সঙ্গে সংগঠনটি হুঁশিয়ারি উচ্চারণ করে জানায়, সাংবাদিকদের নিরাপত্তা বিঘ্নিত হলে কঠোর আন্দোলনসহ আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
স্থানীয় সাংবাদিক মহল বলছে, সাম্প্রতিক সময়ে মাঠপর্যায়ে দায়িত্ব পালন করতে গিয়ে একাধিক সংবাদকর্মী হুমকির মুখে পড়েছেন। তাই এ ঘটনায় দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি।