হৃদরোগে মারা গেলেন পোর্তোকে চ্যাম্পিয়ন্স লিগ জেতানো অধিনায়ক জর্জ কস্তা। মঙ্গলবার (৫ আগস্ট) হৃদরোগে আক্রান্ত হয়ে ৫৩ বছর বয়সী সাবেক এই অধিনায়ক মারা যান।
হোসে মরিনহো কোচ থাকার সময় ২০০৪ সালে তার অধীনে পোর্তোকে ইউরোপ সেরার শিরোপা জেতান এই ডিফেন্ডার।
এছাড়া পর্তুগিজ জাতীয় দলের হয়েও খেলেছেন ৫০ম্যাচ। প্রিমিয়ার লিগের পাশাপাশি ধারে একটি মৌসুম খেলেছেন চার্লটনে। এরপর খেলোয়াড়ি জীবন থেকে অবসর নেন ২০০৬ সালে।
এই সেন্টার ব্যাক তার পর কোচিং ক্যারিয়ার বেছে নিয়ে ১৬টি ক্লাবের হয়ে দায়িত্ব পালন করেছেন। গত মৌসুম পোর্তোর পেশাদার ফুটবল পরিচালকের দায়িত্ব বুঝে নেন। সেখানেই ক্লাবটির ট্রেনিং সেন্টারে কার্ডিয়াক অ্যারেস্ট হয় তার।
ক্লাবটি জানিয়েছে, ‘জীবনের পুরোটা জুড়ে মাঠের ভেতর এবং বাইরে জর্জ কস্তা এফসি পোর্তোর যে মূল্যবোধগুলোকে প্রতিনিধিত্ব করে তা ফুটিয়ে তুলেছেন: নিষ্ঠা, নেতৃত্ব, আবেগ এবং অটুট বিজয়-স্পৃহা– যার মাধ্যমে তিনি সমর্থকদের একাধিক প্রজন্মের ওপর নিজের ছাপ রেখে গেছেন।’
উল্লেখ্য, এই গ্রীষ্মে সাবেক কোনও খেলোয়াড়ের তৃতীয় অপ্রত্যাশিত মৃত্যুর ঘটনা দেখলো পোর্তো। গত জুলাইয়ে ধারে খেলা ক্লাবের সাবেক ফুটবলার ডিয়োগো জোতা এবং তার ভাই আন্দ্রে সিলভার সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু ঘটেছে। তারা ক্লাবে ছয় বছর কাটিয়েছিলেন।