বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫
Homeআইন ও আদালত১০ ট্রাক অস্ত্র মামলায়ও খালাস পেলেন বাবর

১০ ট্রাক অস্ত্র মামলায়ও খালাস পেলেন বাবর

১০ ট্রাক অস্ত্র পাচারের মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে যাবজ্জীবন কারাদণ্ড থেকে খালাস দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার (১৪ জানুয়ারি) হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম এবং বিচারপতি নাসরিন আক্তারের বেঞ্চ এই রায় ঘোষণা করেন।

মামলার বিস্তারিত জানানো হয়, ২০০৪ সালের ১ এপ্রিল চট্টগ্রামের সিইউএফএল ঘাট থেকে ১০ ট্রাক অস্ত্র আটক করা হয়েছিল। এরপর বন্দরনগরী চট্টগ্রামের কর্ণফুলী থানায় অস্ত্র আইনের পাশাপাশি বিশেষ ক্ষমতা আইনে চোরাচালানের অভিযোগে দুটি মামলা দায়ের করা হয়।

এই মামলায়, ২০১৪ সালের ৩০ জানুয়ারি চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত এবং বিশেষ ট্রাইব্যুনাল-১ রায় ঘোষণা করে। রায়ে সাবেক শিল্পমন্ত্রী ও জামায়াতে ইসলামী নেতা মতিউর রহমান নিজামী (যিনি অন্য একটি মামলায় ফাঁসি কার্যকর হয়েছেন), লুৎফুজ্জামান বাবর, ভারতের উলফা সংগঠনের সামরিক কমান্ডার পরেশ বড়ুয়া এবং কিছু গোয়েন্দা কর্মকর্তাসহ মোট ১৪ জনের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়। পাশাপাশি, অস্ত্র আইনের মামলা চলাকালীন অপরাধীদের জন্য যাবজ্জীবন কারাদণ্ডেরও আদেশ আসে।

২০১৪ সালের ৬ ফেব্রুয়ারি রায়সহ মামলার নথিপত্র হাইকোর্টের ডেথ রেফারেন্স শাখায় পৌঁছায়, যেখানে মামলাটি ডেথ রেফারেন্স হিসেবে নথিভুক্ত হয়। এরপর কারাগারে থাকা দণ্ডিত আসামিরা ২০১৪ সালে তাদের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে পৃথক আপিল করেন।

এছাড়া, মঙ্গলবার হাইকোর্টের রায়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ওই মামলার অন্য দণ্ডিতদের যাবজ্জীবন সাজা থেকে খালাস দেওয়া হয়েছে।

spot_img

সর্বশেষ

আরও সংবাদ