বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

১০ মাস ধরে স্কুলে অনুপস্থিত প্রধান শিক্ষক, শিক্ষা অফিসার বলছেন অবগত নই 

জয়পুরহাট প্রতিনিধি
-বিজ্ঞাপণ-spot_img

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কাশপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেরাজুন নেসা গত বছরের ৫ আগস্ট ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের পর থেকে বিদ্যালয়ে অনুপস্থিত রয়েছেন। তবে বিদ্যালয়ের হাজিরা খাতায় এ পর্যন্ত মাত্র ৫৯ দিনের অনুপস্থিতির প্রমাণ পাওয়া গেছে।

বাস্তবে তিনি টানা প্রায় ১০ মাস ধরে বিদ্যালয়ে আসেননি বলে দাবি শিক্ষার্থী ও অভিভাবকদের। এতে অভিভাবক ও স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে বিদ্যালয়ের সহকারী শিক্ষক রমযান আলীর কাছে জানতে চািইলে তিনি বলেন, “ প্রধান শিক্ষক মেরাজুন নেসা অসুস্থতার কথা বলে স্কুল থেকে চলে গেছেন। কারো কাছে ছুটি নিয়েছেন কি না জানি না। এছাড়া ফোনেও পাওয়া যায় না বলে জানান তিনি।”

অন্য এক শিক্ষক আব্দুল মজিদ বলেন, “হেডমাস্টার অসুস্থ বলে শুনেছি। এর বাইরে কিছু জানি না।”

স্থানীয় একাধিক সূত্রের মাধ্যমে জানা যায়, অনুপস্থিত থাকা ওই প্রধান শিক্ষক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের উপজেলা সিনিয়র সহ-সভাপতি ও সাবেক মেয়র হাবিবুর রহমান হাবিবের স্ত্রী।

এদিকে ওই প্রধান শিক্ষকের বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান খানের কাছে জানতে চাইলে তিনি বলেন, “একজন শিক্ষক ছুটি ব্যতিত একদিনও বিদ্যালয়ের বাইরে থাকতে পারেন না। তবে  আমাকে এ বিষয়ে কিছু জানানো হয়নি। অভিযোগ পেলে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেব।”

এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা রিয়াজ কাশপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অনুপস্থিতির বিষয়ে অবগত নয় বলে জানান তিনি।

এ বিষয়ে প্রধান শিক্ষকের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

বিদ্যালয়ের উপস্থিতি খাতা ও বাস্তব পরিস্থিতির মধ্যে এ অসামঞ্জস্য নিয়ে স্থানীয়দের মাঝে প্রশ্ন উঠেছে। তারা দ্রুত তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।

শেয়ার করুন

সর্বশেষ নিউজ

‘এখন রাজনীতির সময় শেষ হয়ে গেছে, জাতি গঠনের সময় এসেছে’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নির্বাচন কমিশনের (ইসি) ভোটের রোডম্যাপ ঘোষণাকে বিএনপি স্বাগত জানিয়েছে বিএনপি। বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাজধানীর একটি...

বিজয়ী হলে কালচারাল ফ্যাসিবাদের কবর রচনা করবো: সাদিক কায়েম

আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বিজয়ী হতে পারলে কালচারাল ফ্যাসিবাদের কবর রচনার ঘোষণা দিয়েছেন ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী...

শিক্ষায় ধর্মীয় মূল্যবোধ না থাকলে মানুষ তৈরি হয় না: সাদ্দাম

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম বলেছেন, শিক্ষায় যদি ধর্মীয় মূল্যবোধ না থাকে তাহলে সে শিক্ষা আসলে ভালো মানুষ কখনোই তৈরি হতে...

মিরসরাইয়ে লক্ষাধিক টাকার পোনা মাছ অবমুক্ত

চট্টগ্রামের মিরসরাইয়ে স্থানীয় জলাশয়ে মৎস্য উৎপাদন বৃদ্ধি ও আমিষের চাহিদা পূরণের লক্ষ্যে প্রায় ১ লক্ষ ৩০ হাজার টাকা মূল্যের পোনা মাছ অবমুক্ত করা হয়েছে।বৃহস্পতিবার...

সম্পর্কিত নিউজ

‘এখন রাজনীতির সময় শেষ হয়ে গেছে, জাতি গঠনের সময় এসেছে’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নির্বাচন কমিশনের (ইসি) ভোটের রোডম্যাপ...

বিজয়ী হলে কালচারাল ফ্যাসিবাদের কবর রচনা করবো: সাদিক কায়েম

আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বিজয়ী হতে পারলে কালচারাল ফ্যাসিবাদের কবর...

শিক্ষায় ধর্মীয় মূল্যবোধ না থাকলে মানুষ তৈরি হয় না: সাদ্দাম

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম বলেছেন, শিক্ষায় যদি ধর্মীয় মূল্যবোধ না...