- Advertisement -
১১০ মিনিট বন্ধ থাকার পর অবশেষ মেট্রোরেল চলাচল শুরু হয়েছে। এরমাঝে ব্যাপক আতঙ্কে সময় পার করেছেন যাত্রীরা। ভোল্টেজ জটিলতার কারণে আটকে ছিল রাজধানীর এই ভরসাযোগ্য বাহন।
রোববার (৪ ফেব্রুয়ারি) বিকেলে বিষয়টি জানিয়েছেন এমআরটি লাইন-৬ এর দায়িত্বশীল এক কর্মকর্তা।
এর আগে দুপুর ২টা ৪০ মিনিট থেকে মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন হাজার হাজার যাত্রী। অনেকের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক।
এর আগে একটি সূত্র জানায়, শেওড়াপাড়া কাজীপাড়া এলাকার মাঝামাঝি জায়গায় মেট্রোরেলের ক্যাবল ছিঁড়ে যাওয়ায় ট্রেন চলাচল সাময়িক বন্ধ ছিল।
তবে শেষ পর্যন্ত জানা যায়, ভোল্টেজ সমস্যার কারণেই ছিল এই ভোগান্তি
- Advertisement -