ঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে দেশের দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলের অন্তত ১১টি জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। একইসঙ্গে উপকূলীয় অঞ্চলে ৩ ফুটের বেশি উচ্চতার জলোচ্ছ্বাস দেখা দিতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর।
শুক্রবার (২৫ জুলাই) বিকেলে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়া অধিদপ্তরের দেওয়া সতর্ক বার্তায় জানানো হয়, বিকেল ৪টা থেকে রাত ১টার মধ্যে দেশের ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার জেলার ওপর দিয়ে দক্ষিণ-পূর্ব ও পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে।
এই ১১ জেলার সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে সমুদ্রবন্দর ও উপকূলীয় এলাকার জন্য আলাদাভাবে দেওয়া সতর্ক বার্তায় জানানো হয়, নিম্নচাপটি শুক্রবার বিকেলেই বাংলাদেশের উপকূল অতিক্রম করতে পারে। এ সময় নিম্নচাপ কেন্দ্রের অক্ষরেখায় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটারের বেশি হতে পারে। এর ফলে উপকূলীয় অঞ্চলে স্বাভাবিক জোয়ারের চেয়ে ৩ ফুটের বেশি উচ্চতায় জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, নিম্নচাপটি বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল ঘেঁষে অগ্রসর হচ্ছে। এর প্রভাবে সমুদ্র উত্তাল রয়েছে এবং উপকূলীয় অঞ্চলে ভারি বৃষ্টি ও নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
সতর্কতা হিসেবে উপকূলীয় এলাকার জেলেদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। একইসঙ্গে ঝুঁকিপূর্ণ বাঁধ, নিম্নাঞ্চল এবং নদী তীরবর্তী এলাকাগুলোর বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে স্থানীয় প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।
আবহাওয়া বিভাগ জানিয়েছে, নিম্নচাপের প্রভাবে শনিবার (২৬ জুলাই) পর্যন্ত দুর্যোগপূর্ণ আবহাওয়া অব্যাহত থাকতে পারে। যেকোনো জরুরি প্রয়োজনে নিকটস্থ প্রশাসনিক কার্যালয়ে যোগাযোগ করতে বলা হয়েছে।