বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫
Homeআইন ও আদালত১২ বছর পর কারামুক্ত ডেসটিনির রফিকুল

১২ বছর পর কারামুক্ত ডেসটিনির রফিকুল

ডেসটিনির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আমিন ১২ বছর পর কারামুক্ত হয়েছেন। বুধবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় তিনি কেরানীগঞ্জে অবস্থিত ঢাকার কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান।

কারাগার থেকে মুক্তির পর রফিকুল আমিন সাংবাদিকদের বলেন, “আমাদের বিরুদ্ধে সব অভিযোগ মিথ্যা। এগুলো রাজনৈতিক ষড়যন্ত্র। আমরা প্রাতিষ্ঠানিকভাবে সুসংগঠিত হয়ে নতুনভাবে ডেসটিনি গ্রুপের যাত্রা শুরু করবো।”

এর আগে, ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক মো. রবিউল আলমের রায়ে ২০১২ সালে ডেসটিনি ট্রি প্ল্যান্টেশন লিমিটেডের গাছ বিক্রির টাকা আত্মসাতের মামলায় রফিকুল আমিনসহ ১৯ জনকে ১২ বছর করে কারাদণ্ড দেন।

তবে, রফিকুল আমিন ১২ বছর ধরে কারাগারে ছিলেন, এবং আদালতের রায়ে বলা হয়েছে, তার কারাগারে কাটানো সময় সাজা থেকে বাদ যাবে। ফলে, তার সাজা সম্পূর্ণ হয়ে গেছে।

spot_img

সর্বশেষ

আরও সংবাদ