মো.জসিম উদ্দিন জোসি, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে জাকির হোসেন নামে এক বাংলাদেশি নাগরিককে ১৪ মাস পর ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
রোববার (০৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় জেলার শিবগঞ্জ উপজেলার মাসুদপুর সীমান্ত দিয়ে তাকে ফেরত দেয়া হয়। রাতে প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মোস্তাফিজুর রহমান।
বিজিবি অধিনায়ক জানান, মানসিক ভারসাম্যহীন জাকির হোসেন গত ১৪ মাস ধরে নিখোঁজ ছিলেন। জাকির হোসেন চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার কায়েমপুরের আমির আলীর ছেলে।
তিনি আরও জানান, রোববার সন্ধ্যায় বিজিবি ও বিএসফের মধ্যে কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।