আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, ‘বিগত ১৫ বছরে ইসলামি ভাবধারার অনেককে জঙ্গি সাজিয়ে হত্যা করা হয়েছে।’
সোমবার (২৪ মার্চ) বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন।
এদিকে ২০১৬ সালের ২৬ জুলাই রাজধানীর কল্যাণপুর জাহাজ বাড়িতে জঙ্গি আস্তানা সন্দেহে ৯ জনকে হত্যা মামলায় সাবেক আইজিপি এ কে এম শহিদুল হক ও ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া ও এসপি জসিম উদদীন মোল্লাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
এই তিন আসামিকে ৭ মে হাজির হতে নির্দেশ দেয়া হয়েছে। রামপুরায় কার্নিশ ঝুলে থাকা শিক্ষার্থীকে গুলি করে হত্যার ঘটনায় তদন্ত প্রতিবেদন এক মাসের মধ্যে দিতে বলা হয়েছে।
মিরপুরের আরেকটি মামলার তদন্ত প্রতিবেদন তিন মাসের মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল।