বৃষ্টির পর নতুন লক্ষ্য নিয়ে মাঠে বাংলাদেশ। অ্যাডিলেড স্টেডিয়ামে ভারত-বাংলাদেশ ম্যাচে বৃষ্টি আশঙ্কা ছিলোই। টসের পর বৃষ্টি হানা দিলেও সেটা নির্ধারিত সময়ে ম্যাচ শুরুতে বিঘ্ন ঘটাতে পারেনি।
তবে ভারতের দেওয়া ১৮৫ রানের লক্ষ্য যখন তাড়া করছিল বাংলাদেশ, তখনই বৃষ্টি বাগড়া দেয়। তখন ৭৮ বলে ১১৯ রানের প্রয়োজন ছিলো কাঙ্ক্ষিত জয়ের পথে। অথাৎ বাংলাদেশ ইনিংসের সপ্তম ওভারের খেলা শেষ হতেই বৃষ্টি হানা দেওয়ার আগে বাংলাদেশ তখন পর্যন্ত বিনা উইকেটে তুলে নেয় ৬৬ রান।
বৃষ্টিতে মাঝপথেই থেমে যায় লক্ষ্যের দিকে যাত্রা। বৃষ্টি থামায় নতুন লক্ষ্য নির্ধারণ হয়েছে বাংলাদেশের সামনে। সেটা ১৬ ওভারে ১৫১।
সর্বশেষ হিসেবে জিততে হলে এখন বাকি ৪৩ বলে বাংলাদেশকে করতে হবে ৬৮ রান।
তবে লিটনের রান আউট কিঞ্চিৎ ছন্দপতন এনেছে ধারাবাহিকতায়।