‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আগামীকাল বুধবার (১৬ জুলাই) দেশজুড়ে রাষ্ট্রীয় শোক পালন করবে সরকার। এ উপলক্ষে আজ মঙ্গলবার (১৫ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ স্বাক্ষর করেছেন।
প্রজ্ঞাপনে জানানো হয়, রাষ্ট্রীয় শোক পালন উপলক্ষে দেশের সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। একই সঙ্গে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান ও বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনেও পতাকা অর্ধনমিত থাকবে।
এছাড়া, শহীদদের স্মরণে বিশেষ দোয়ার আয়োজন করা হবে। দেশের সব মসজিদে শহীদদের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হবে। অন্য ধর্মের উপাসনালয়গুলোতেও প্রার্থনা করা হবে তাদের আত্মার শান্তির জন্য।
সরকারের পক্ষ থেকে জানানো হয়, ‘জুলাই শহীদ দিবস’ যথাযথ মর্যাদায় পালনের জন্যই এই রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এই দিনটি শোক, স্মরণ এবং প্রার্থনায় কাটবে পুরো জাতির কাছে।
রাষ্ট্রীয় শোক পালনকালে যথাযথ সম্মান ও শ্রদ্ধা বজায় রাখতে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।