সতেরো বছর পর গ্রামের বাড়িতে আসছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। রোববার (২৩ ফেব্রুয়ারি) বিএনপির এই নেতার গ্রামের বাড়ি আসা উপলক্ষ্যে এলাকায় বিরাজ করছে সাজ সাজ রব। ময়মনসিংহ-নেত্রকোনার রাস্তায় তৈরি করা হয়েছে অসংখ্য তোরণ।
বিষয়টি নিশ্চিত করেছেন মদন উপজেলা বিএনপির সভাপতি নূরুল আলম তালুকদার বলেন। বাবর নেত্রকোনা-৪ (মদন মোহনগঞ্জ-খালিয়াজুরি) আসন থেকে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন।
নূরুল আলম তালুকদার বলেন, ‘১৭ বছর পর তিনি গ্রামের বাড়িতে আসবেন। উনার আগমন উপলক্ষ্যে আমরা সকল প্রস্তুতি সম্পন্ন করেছি। মদন উপজেলা থেকে প্রায় ১৫ হাজার মানুষ নেত্রকোনায় উনাকে রিসিভ করবে। এরপর তিনি নেত্রকোনায় হয়রত শাহ সুলতান কমর উদ্দিন রুমি (রা:) এর মাজার শরীফ জিয়ারত করার পর মদন উপজেলায় আসবেন। সেখানে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় যোগদান করবেন।’
এর আগে, গত ১৬ জানুয়ারি দীর্ঘ ১৭ বছর কারাভোগের পর মুক্তি পান বাবর। এরপর গত ৩০ জানুয়ারি পবিত্র ওমরাহ পালনের জন্য সৌদি আরবে যাওয়ার পথে দুবাইতে যাত্রা বিরতির সময় অসুস্থ হয়ে পড়েন তিনি। সেখানে হাসপাতালে গিয়ে চিকিৎসা নেন তিনি। এরপর সৌদি আরব যান। তিন সপ্তাহ বিদেশ সফর শেষে শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দেশে ফেরেন বিএনপির এই নেতা।