জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে রবিবার হারারে স্পোর্টস ক্লাবে টসে হেরে ব্যাটিং করতে নেমেছে বাংলাদেশ।
সিরিজের প্রথম ম্যাচে ৩০৩ রান তাড়া করে জিতেছে জিম্বাবুয়ে। আজ জিতলে সিরিজও নিশ্চিত হয়ে যাবে স্বাগতিকদের। ওয়ানডে সিরিজের আগে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জিতেছে তারা।
বাংলাদেশের একাদশে আজ তিনটি পরিবর্তন আনা হয়েছে। লিটন দাস, মোসাদ্দেক হোসেন এবং মুস্তাফিজুর রহমানের পরিবর্তে নাজমুল হোসেন শান্ত, হাসান মাহমুদ এবং তাইজুল ইসলাম একাদশে অন্তর্ভুক্ত হয়েছেন।
জিম্বাবুয়ে তাদের একাদশে পাঁচটি পরিবর্তন এনেছে।
সিরিজে টিকে থাকতে হলে আজকের ম্যাচে বাংলাদেশকে জিততেই হবে।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), এনামুল হক (উইকেট রক্ষক), নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ
জিম্বাবুয়ে একাদশ: তাকুদজওয়ানাশে কাইতানো, তাদিওয়ানাশে মারুমানি, ইনোসেন্ট কাইয়া, ওয়েসলি মাধভেরে, সিকান্দার রাজা, রেগিস চাকাভা (উইকেট রক্ষক/অধিনায়ক), টনি মুনিওঙ্গা, লুক জংওয়ে, ব্র্যাড ইভান্স, ভিক্টর নিয়াউচি, তানাকা চিভাঙ্গা।