ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানিয়েছেন, বাংলাদেশের মাথাপিছু জিডিপি (মোট দেশজ উৎপাদন) ২০৪১ সালে উন্নত দেশের সমান করার লক্ষ্যমাত্রা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিছু লোক মনে করে, এ লক্ষ্য অর্জন বেশ কঠিন। কিন্তু আমি তাদেরকে বলি—২০০০ থেকে ২০১৭ সালের মধ্যে মাত্র ১৭ বছরে চীন যদি মাথাপিছু জিডিপি ১০ গুণ বাড়াতে পারে, তাহলে ২০ বছরে বাংলাদেশের জন্য কেন তা কঠিন হবে?
রবিবার (২ জুলাই) সন্ধ্যায় এক অনুষ্ঠানে চীনের রাষ্ট্রদূত এ কথা বলেন। ঢাকায় চীন দূতাবাসের আয়োজনে ‘চায়না-বাংলাদেশ পার্টনারশিপ: বিল্ডিং স্ট্রংগার কমিউনিটিজ টুগেদার’ শীর্ষক অনুষ্ঠানে মূল বক্তব্য দেন রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
ইয়াও ওয়েন বলেন, ‘আমি প্রতিশ্রুতি দিচ্ছি, সোনার বাংলার গড়ে তোলার স্বপ্নপূরণের প্রক্রিয়ায় চীন সবসময় বাংলাদেশের পাশে থাকবে।’
অনুষ্ঠানে বাংলাদেশে কাজ করা আড়াইশর বেশি চীনা কোম্পানির নেওয়া বিভিন্ন সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির উপর একটি প্রতিবেদন তুলে ধরা হয়।
এ সময় দুদেশের মধ্যে ব্যবসা আরও বাড়াতে সম্ভাব্যতা যাচাইয়ের পর্যায়ে থাকা মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) সম্পাদনের ওপর গুরুত্বারোপ করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।