বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫
Homeরাজনীতি২৫ এর মাঝে যারা নির্বাচন চায় তাদের চোখের সামনে শুধুই ক্ষমতা: সারজিস...

২৫ এর মাঝে যারা নির্বাচন চায় তাদের চোখের সামনে শুধুই ক্ষমতা: সারজিস আলম

চলতি বছরের মাঝামাঝি সময়ের মধ্যেই নির্বাচন হওয়া সম্ভব বলে মতামত জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ মন্তব্যের প্রেক্ষিতে ভিন্ন মতামত দিয়েছে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় মুখ্য সংগঠক সারজিস আলম। 

মঙ্গলবার (১৪ জানুয়ারি) নির্বাচনের সময়সীমা নিয়ে বিএনপির বক্তব্যের জবাবে গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে সারজিস আলম বলেন, এইখানে যদি এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার বসে থাকতো তাহলে এই নির্বাচনী চিন্তা তারা ২০২৯-৩০ সালের দিকে করতো। বাংলাদেশ সকল রাজনৈতিক দল এবং অন্যান্য মানুষগুলো তারাও আশা ছেড়ে দিয়েছিলো এবং বিএনপিও তাদের জায়গা থেকে আশা ছেড়ে দিয়েছিলো, তারা ফাইট ব্যাক করতে পারবে কি না। ২০২৯-৩০ সালের আগে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে কি না।

তিনি বলেন, সেই জায়গায় এত বড় একটি অভ্যুত্থান হয়েছে। যেই অভ্যুথানের এক বছর হয়নি। সেখানে যদি বলা হয় ২৫-এর মাঝামাঝিতে অর্থাৎ এক বছরের পূর্বেই তাদের জায়গা থেকে নির্বাচন চায়, তখন আমাদের মনে হয় তাদের চোখের সামনে শুধু ক্ষমতা।

রাজনৈতিক দলগুলোর সমালোচনা করে সারজিস বলেন, তাদের চোখের সামনে ক্ষমতা নয় বরং লাশগুলো থাকার কথা ছিলো, রক্তগুলো থাকার কথা ছিলো। শহিদ পরিবার, আহতদের হাহাকার থাকার কথা ছিলো, যার বিনিময়ে আজকে বিএনপি, জামায়াত থেকে শুরু করে অন্যান্য রাজনৈতিক দল স্বপ্ন দেখছে।

নির্বাচনের সময়সীমা নিয়ে বিএনপির দাবির জবাবে তিনি বলেন, যখন তারা ২০২৫ এর মাঝামাঝির কথা বলে ১ বছরের কম সময়ে তখন আমাদের এটি ব্যথিত করে এবং আমাদের তাদের প্রশ্ন করতে ইচ্ছে করে তারা কী আসলে ক্ষমতার বাইরে এ মুহূর্তে অন্যকিছু দেখতে পাচ্ছে কি না।

তিনি বলেন, এ মুহূর্তে অন্তত যেগুলো প্রয়োজনীয় উপাদান সচ্ছ নির্বাচনের জন্য সেগুলোর সংস্কারের জন্য এই ২৫-এর মাঝামাঝি সময় উপযুক্ত সময় হতে পারে না।

রাজনীতিতে প্রবীণ এবং অভিজ্ঞদের কাছে  প্রত্যাশা কথা উল্লেখ করে সারজিস বলেন, তারা সামগ্রিক বিষয় যেন পর্যালোচনা করেন এটাই প্রত্যাশা। 
 

spot_img

সর্বশেষ

আরও সংবাদ