কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কেন্দ্রীয় শহিদ মিনারে ২৫শে মার্চ কালো রাতে গণহত্যার শিকার শহিদদের স্মরণে রাত ১১:৫৫ এর দিকে মোমবাতি প্রজ্জ্বলন করেছে কুবি শাখা ছাত্রদল।
বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্য-সচিব মোস্তাফিজুর রহমান শুভর নির্দেশনায় এই কর্মসূচি পালন করেন নেতাকর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য মোতাছিম বিল্লাহ পাটোয়ারী রিফাত, ছাত্রদল নেতা রিয়াজ উদ্দিন অন্তর, রাসেল হোসেন, সাইফুল মালেক আকাশ, আব্দুল্লাহ মোহাম্মদ মাসুদ, মোফাজ্জল হোসেনসহ অন্যান্য নেতাকর্মীরা।
আহ্বায়ক কমিটির সদস্য মোতাছিম বিল্লাহ পাটোয়ারী রিফাত বলেন, ‘২৫ মার্চ কালো রাত বাংলাদেশের ইতিহাসের এক নির্মম অধ্যায়। এই রাতে পাকিস্তানি বাহিনীর নৃশংস গণহত্যার শিকার হয় মুক্তিকামী জনগণ। শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মাধ্যমে মুক্তিকামী জনতা পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে এবং দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন হয়। তাই এই রাতে যারা শহিদ হয়েছেন, তাদের স্মরণ করা আমাদের নৈতিক দায়িত্ব।’
তিনি আরও বলেন, ‘জাতীয়তাবাদী ছাত্রদল মুক্তিযুদ্ধের চেতনা লালন করে এবং দেশের প্রতিটি অন্যায়-অবিচারের বিরুদ্ধে অবস্থান নিয়ে দেশকে এগিয়ে নিতে চায়।’