২৭তম বিসিএসে নিয়োগবঞ্চিত ১১৩৭ জনকে পুনরায় নিয়োগের নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৫ সদস্যের আপিল বেঞ্চ এ রায় দেন। এর আগে, ১৯ ফেব্রুয়ারি, প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগ এই মামলার রায় ঘোষণার জন্য দিন ধার্য করেছিলেন। ২৭তম বিসিএসে নিয়োগবঞ্চিত ১১৩৭ জন চাকরি ফেরত চেয়ে আপিল শুনানি শেষ হয়েছিল।
আদালতে আবেদনকারীদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সালাউদ্দিন দোলন এবং অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির, আর রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক।
১৭ বছরের আইনি লড়াই শেষে অবশেষে নিয়োগবঞ্চিতরা চাকরি ফিরে পেলেন। রায় হওয়ার পর তারা স্বস্তির নিঃশ্বাস ফেলেন এবং একে একে আদালত ত্যাগ করেন। ২০২৪ সালের ৫ আগস্টের আগে তারা আশা করেননি যে বিসিএস ক্যাডারে আবার যোগদান করতে পারবেন।
গত বছরের ৭ নভেম্বর ২৭তম বিসিএসে নিয়োগবঞ্চিতদের পক্ষে আপিল শুনানি করার জন্য আদালত আদেশ দিয়েছিল। ২০০৭ সালে ২৭তম বিসিএসে প্রথম মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন ১১৩৭ জন, কিন্তু তাদের নিয়োগ চূড়ান্ত না করে তাদেরকে দ্বিতীয় ভাইভায় ডাকা হয়। এভাবে তাদের নিয়োগ স্থগিত হয়ে যায় এবং আইনি লড়াই শুরু হয়।
হাইকোর্টের এক বেঞ্চ প্রথমে ১১৩৭ জনের নিয়োগ বৈধ ঘোষণা করলেও আরেক বেঞ্চ দ্বিতীয় ভাইভা বৈধ বলে রায় দেন। পরবর্তীতে আপিল বিভাগ এই নিয়োগ বাতিল করে দেয়। তবে ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের পর, এসব নিয়োগবঞ্চিতরা রিভিউ আবেদন করেন এবং সর্বোচ্চ আদালত তাদের পক্ষে চূড়ান্ত রায় দেয়, যার ফলে তাদের পুনরায় নিয়োগের নির্দেশনা দেওয়া হয়।