বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ খ্যাত অভিনেতা আমির খান আবারও গানে কণ্ঠ দিচ্ছেন—তাও প্রায় ২৭ বছর পর। ১৯৯৮ সালে ‘গোলাম’ ছবির জনপ্রিয় গান ‘আতি কেয়া খান্ডালা’ দিয়ে প্লেব্যাক গায়কদের তালিকায় নাম লেখালেও, এরপর আর কখনও গাওয়া হয়নি। এবার সেই দীর্ঘ বিরতি ভেঙে নতুন এক সিনেমায় দু’টি গানে কণ্ঠ দিচ্ছেন তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে আমির খান জানান, এবার আর শুধু মজা করে গান গাইছেন না, বরং পুরোদমে প্রশিক্ষণ নিচ্ছেন। তার ভাষায়, “‘আতি কেয়া খান্ডালা’ গেয়েছিলাম মজা করে। ভাগ্য ভালো ছিল, গানটি জনপ্রিয় হয়েছিল। তবে এবার আমি রেওয়াজ করছি অনেকদিন ধরেই, সঙ্গীতের প্রথাগত শিক্ষা নিচ্ছি।”
নতুন যে ছবির জন্য গান করছেন, সেটির নাম এখনই প্রকাশ করেননি আমির। তবে জানিয়েছেন, এটি একটি হালকা-কমেডি ঘরানার সিনেমা, যেখানে তাকে দেখা যাবে একটি ক্যামিও চরিত্রে। সিনেমার ধাঁচ প্রসঙ্গে তিনি বলেন, “ছবিটি বাসু চট্টোপাধ্যায় কিংবা হৃষিকেশ মুখার্জির কাজের মতোই—সাদাসিধে, হৃদয়ছোঁয়া। এমন গল্প আজকাল আর দেখা যায় না। মনে হবে যেন এক কাপ গরম চায়ে চুমুক দিচ্ছি—মন ভালো করে দেওয়ার মতো অনুভূতি।”
নিজের গাওয়া গান প্রসঙ্গে আমির আরও জানান, “এই ছবির জন্য আমি দুটি গানে কণ্ঠ দিচ্ছি। আমার সংগীতগুরু সুচেতা ভট্টাচার্য নিয়মিত আমাকে তালিম দিচ্ছেন।”
এদিকে, সম্প্রতি মুক্তি পেয়েছে আমির খানের নতুন সিনেমা ‘সিতারা জামিন পার’, যা ২০০৭ সালের বহুল প্রশংসিত ‘তারে জামিন পার’ ছবির সিক্যুয়েল। নতুন ছবিটিও ইতোমধ্যে দর্শকমহলে সাড়া ফেলেছে।
দীর্ঘ বিরতির পর আবারও গানে ফিরছেন আমির খান—এটি ভক্তদের জন্য নিঃসন্দেহে এক চমকপ্রদ খবর। এবার তিনি শুধুই চমক দিতে আসছেন না, বরং আত্মস্থ হয়ে, তালিম নিয়ে ফিরছেন সংগীতাঙ্গনে।