আগামী ২৮ অক্টোবর বিএনপি’র মহাসমাবেশের দিন রাজপথ আওয়ামী লীগের দখলে থাকবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
রবিবার (২২ অক্টোবর) সচিবালয়ে ‘বঙ্গবন্ধু সমগ্র’ গ্রন্থের মোড়ক উন্মোচন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচারমন্ত্রী এ কথা বলেন।
সম্প্রতি বিএনপি মহাসচিব ঘোষিত মহাসমাবেশ নিয়ে এক প্রশ্নের জবাবে ড. হাছান মাহমুদ বলেন, বিএনপি’র মহাসমাবেশ, ছোট সমাবেশ, মাঝারি সমাবেশ, হাঁটা কর্মসূচি, দৌড় কর্মসূচি, বসা কর্মসূচি, ভবিষ্যতে হয়তো হামাগুঁড়ি কর্মসূচি- এগুলো নিয়ে আমরা কখনোই চাপ অনুভব করিনি। আমরা রাজপথের দল, রাজপথে আছি, রাজপথে থাকবো।
তিনি বলেন, ২৮ তারিখে রাজপথ আওয়ামী লীগের দখলে থাকবে ইনশাআল্লাহ।
বিএনপির অভিযোগ– বঙ্গবন্ধুর বায়োপিকে থেকে জিয়াউর রহমানকে সঠিকভাবে উপস্থাপন করা হয়নি এমন অভিযোগের বিষয়ে হাছান মাহমুদ বলেন, এটি বঙ্গবন্ধুর জীবন নিয়ে একটি বায়োপিক। বঙ্গবন্ধু কীভাবে খোকা থেকে শেখ মুজিব, শেখ মুজিব থেকে বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু থেকে জাতির পিতা হলেন এই ছবিতে সেটি উঠে এসেছে। এই ছবির দেশে-বিদেশে ব্যাপক সাড়া জাগিয়েছে।
তিনি জানান, বিদেশ থেকে আমি প্রতিদিন ফোন ও মেসেজ পাই, কখন তারা ছবিটা দেখতে পাবেন। কবে এটি আন্তর্জাতিকভাবে রিলিজ হবে।