ঈদুল আজহা উপলক্ষে শ্রমিকদের বকেয়া পরিশোধে কঠোর অবস্থান নিয়েছে সরকার। শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন বিষয়ক উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন জানিয়েছেন, চলতি মাসের ২৮ তারিখের মধ্যে শ্রমিকদের সব ধরনের বেতন-বোনাস ও পাওনা পরিশোধ করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে দায়িত্ব পালনে ব্যর্থ হলে সংশ্লিষ্ট মালিকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে, এমনকি গ্রেপ্তারও করা হতে পারে।
বুধবার (২১ মে) সকালে সচিবালয়ে ঈদ উপলক্ষে নৌপথে যাত্রী পরিবহনের শৃঙ্খলা ও নিরাপত্তা সংক্রান্ত প্রস্তুতি সভা শেষে গণমাধ্যমকে এসব তথ্য জানান উপদেষ্টা। তিনি বলেন,শ্রমিকদের অধিকার নিয়ে কেউ খেললে ছাড় দেওয়া হবে না। ২৮ মে’র পর যদি কোনো শ্রমিক তাদের প্রাপ্য না পান, তাহলে যেসব মালিকের বিরুদ্ধে মামলা রয়েছে, তাদের গ্রেপ্তার করা হবে।
তিনি আরও বলেন, যেসব মালিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, তারা যদি বিদেশে পালাতে চান, তবে তাদের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি করতে আইনশৃঙ্খলা বাহিনীকে বলা হয়েছে। তিনি হুঁশিয়ার করে জানান, বকেয়া বেতন পরিশোধ না করলে কোনো মালিক ঢাকার বাইরে তো নয়ই, দেশের বাইরে যাওয়ার সুযোগও পাবে না।
ড. সাখাওয়াত হোসেন জানান, এরই মধ্যে বেতন বঞ্চনার অভিযোগে পাঁচজন মালিকের বিরুদ্ধে শ্রম আদালতে মামলা হয়েছে। তিনি বলেন, এগুলো বিচ্ছিন্ন ঘটনা নয়, অনেকের বিরুদ্ধেই মামলা হবে। দু’টি পথ খোলা— হয় পাওনা পরিশোধ করতে হবে, নয়তো আইনের মুখোমুখি হতে হবে।
ঈদ ঘিরে নৌপথে যাত্রা নিরাপদ ও শৃঙ্খল রাখতে সরকারের নানা প্রস্তুতির কথাও তুলে ধরেন উপদেষ্টা। তিনি বলেন, প্রতিটি লঞ্চে চারজন করে অস্ত্রধারী আনসার সদস্য মোতায়েন থাকবে। এছাড়া ঈদের আগের তিনদিন ও পরের তিনদিন বাল্কহেড চলাচল বন্ধ থাকবে যাতে যাত্রীদের চলাচলে কোনো সমস্যা না হয়।