বিএনপির বিভাগীয় গণসমাবেশের পরের গন্তব্য উত্তরের প্রাচীন বিভাগ রাজশাহী। আগামী ৩ ডিসেম্বর রাজশাহীতে দেশের অন্যতম বৃহৎ এই দলটির বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে নির্ধারিত দিনের আর মাত্র ২ দিন আগে মাঠ ব্যবহারের অনুমতি পাচ্ছে দলটি। অবশ্য মাইক ও সমাবেশের জন্য পুলিশের অনুমতি এখনো পায়নি তারা।
এর আগে গতকাল সমাবেশস্থলে মঞ্চ নির্মাণ করতে গিয়ে পুলিশের বাধার মুখেও পড়েছেন তারা। বর্তমানে মাদরাসা মাঠে তালা ঝুলিয়ে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।
জানা যায়, রাজশাহী মহানগরীর মাদরাসা মাঠে গণসমাবেশের আয়োজন করতে চায় বিএনপি। সমাবেশের প্রস্তুতির অংশ হিসেবে গতকাল সোমবার (২৮ নভেম্বর) মাদরাসা মাঠে মঞ্চ নির্মাণের জন্য ডেকোরেটরের লোকজন গেলে পুলিশ তাদের ফিরিয়ে দেয়। পরে এ নিয়ে জেলা ও মহানগর বিএনপির পক্ষ থেকে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এরপর সন্ধ্যায় আগামী ১ ডিসেম্বর থেকে মাঠ ব্যবহারের অনুমতি দেয় জেলা প্রশাসন।
মহানগর পুলিশের একাধিক কর্মকর্তার বক্তব্য, মাঠ ব্যবহারের অনুমতি দেয়ার এখতিয়ার আছে জেলা প্রশাসনের। পুলিশ কেবল সমাবেশ ও মাইক ব্যবহারের অনুমতি দেয়। বিএনপি এখনো মাঠ ব্যবহারের অনুমতি পায়নি। আর সমাবেশের অনুমতির বিষয়টি প্রক্রিয়াধীন।
জেলা প্রশাসক আবদুল জলিল বলেন, বিএনপি ৩ ডিসেম্বর দুপুর থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মাঠ ব্যবহারের অনুমতি চেয়ে আবেদন করেছে। এখন তাঁরা বলছেন, আগে থেকে মাঠ দিতে হবে। এটা হতে পারে না। মাঠটি একটি বিদ্যালয়ের। সেখানে বার্ষিক পরীক্ষা চলছে। এই পরীক্ষা চলাকালে তাঁরা মাঠে এসে ঝামেলা করবেন— ওই প্রতিষ্ঠানের সভাপতি হিসেবে তিনি এটা করতে দিতে পারেন না। ৩০ নভেম্বর পর্যন্ত পরীক্ষা রয়েছে। পরের দিন ১ ডিসেম্বর থেকে তাঁরা মাঠ ব্যবহার করতে পারবেন। এটা তিনি বলে দিয়েছেন।
জেলা প্রশাসকের কার্যালয় থেকে বের হয়ে বিএনপি নেতারা মহানগর পুলিশ কমিশনারের সঙ্গে দেখার করার চেষ্টা করেন কিন্তু পুলিশ কমিশনার ব্যস্ত থাকার কারণে তাঁদের সময় দিতে পারেননি। তবে তাঁদের সঙ্গে মুঠোফোনে কথা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
তিনি বলেন, পুলিশ কমিশনার তাঁদের আশ্বাস দিয়েছেন। তিনি ১ ডিসেম্বরের আগে থেকে মাঠ ব্যবহার করতে দেওয়া যায় কি না, সেই চেষ্টা করবেন।