শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে জয় তুলে নিয়ে সিরিজে সমতায় ফিরেছে বাংলাদেশ। যা বাংলাদেশের জন্য ৭ ম্যাচ পর প্রথম জয়। তবে ম্যাচ জিতলেও চিন্তার বিষয় হয়ে এসেছে নাজমুল হোসেন শান্ত’র চোট।
গতকাল বাউন্ডারিতে ফিল্ডিংয়ের সময় তিনি চোট পান তিনি। সেই চোটের পর আর মাঠে দেখা যায়নি শান্তকে। মূলত ফিল্ডিংয়ের সময় ডাইভ দিতে গিয়ে তিনি পায়ের মাংসপেশিতে (কোয়াড্রিসেপসে) চোট পান।
চোটের পর আর মাঠে নামেননি এবং বর্তমানেও বিশ্রামে থেকে বরফ দিয়ে চিকিৎসা নিচ্ছেন। আগামী ২৪ ঘণ্টা পর্যবেক্ষণের পর একটি এক্স-রে হতে পারে শান্ত’র।
পরে সেই রিপোর্ট অনুযায়ী তৃতীয় ওয়ানডেতে তার খেলা নিয়ে সিদ্ধান্ত হবে। এর আগে প্রথমে ব্যাট করা বাংলাদেশের হয়ে গতকাল ব্যাট হাতেও ভালো করতে পারেননি শান্ত।
ম্যাচের শুরুতে তানজিদ তামিম দ্রুত ফেরার পর তিনি দলের হাল ধরার চেষ্টা চালান পারভেজ হোসেন ইমনের সঙ্গে। এই দুজনের সাবলীল ব্যাটিংয়ে ঘুরে দাঁড়াতে থাকে টাইগাররা। তবে উইকেটে থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি শান্ত।