চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নে উদ্বোধনের আগেই একটি ব্রিজে ফাটল দেখা দিয়েছে, এ নিয়ে উপজেলা জুড়ে চলছে তোলপাড়।
অভিযোগ রয়েছে, ব্রিজটিতে নিম্ন মানের নির্মাণ সামগ্রী ব্যবহারের কারণে এ ঘটনা ঘটেছে৷
ব্রিজটির নির্মাণ কাজ করেছে ‘মের্সাস চৌধুরী ইন্টারন্যাশনাল’ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। তবে উপ- ঠিকাদারী প্রতিষ্ঠান হিসেবে কাজ করেছেন মেসার্স সিয়াম এন্টারপ্রাইজ নামে অন্য একটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির মালিক একই উপজেলার চরম্বা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জসিম উদ্দিন হেলালী।
উপজেলা প্রশাসনের সূত্রে জানা গেছে, দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রাণালয় এর অধীনে গ্রামীন রাস্তায় ১৫ মিটার দৈর্ঘ্য সেতুটি নির্মাণ প্রকল্পের আওতায় কুমিরাঘোনা বায়তুশ শরফ রোডে মহাবোধী বিহার সংলগ্ন খালের উপর বক্স কালভার্ট বা ব্রিজটি নির্মাণ করা হয়। যার দৈর্ঘ্য ৯ দশমিক ১৫ মিটার। আর ব্যয় কার হয়েছে ৩৩ লাখ ১৭ হাজার ৯৫১ টাকা।
স্থানীয়রা জানান, অনেক আগে ব্রিজটির নির্মাণ কাজ শুরু করার কথা থাকলেও নিয়ম না মেনে বর্ষা মৌসুমে নির্মাণ কাজ শুরু করা হয়। এছাড়া নানা ধরণের নিম্ন মানের নির্মাণ সামগ্রী ব্যবহার করাসহ পরিমাণ মতো সিমেন্ট কংক্রিট ও বালু না দিয়ে কোনো মতে নির্মাণ শেষ করে দেয় ঠিকাদারি প্রতিষ্ঠান।
এদিকে লোহাগাড়া প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাসহ কেউ নির্মাণ কাজ তদারকি করেননি বলেও অভিযোগ উঠে। এছাড়া নির্মাণ কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করলেও কর্মকর্তারা আর্থিক সুবিধা নিয়ে কোন ধরণের কার্যকর ব্যবস্থা গ্রহণ করেননি বলেও জানান স্থানীয়রা।
গত সোমবার রাতে ব্রীজের সংযোগ সড়কে উভয় পাশে মাটি ভরাটের কাজ শুরু করলে ব্রিজটির পশ্চিম পাশে ফাটল দেখা দেয়। এ নিয়ে স্থানীয় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। অনেকেই নির্মাণ কাজের ঠিকাদারের শাস্তিও দাবী করেছেন।
স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, ব্রিজে উদ্বোধন বা গাড়ি চলাচল শুরুর আগেই ফাটল দেখা দিয়েছে, সেই ব্রিজে আদৌ কি গাড়ি চলাচল সম্ভব?
এছাড়া স্থানীয়রা ঠিকাদারী প্রতিষ্ঠানের শাস্তির দাবির পাশাপাশি ব্রিজটি ভেঙে পুনঃনির্মাণের দাবিও জানিয়েছেন।
এ বিষয়ে মেসার্স চৌধুরী ইন্টারন্যাশনাল ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক মোহাম্মদ হানিফ বলেন, কাজটি আমি পেয়েছিলাম কিন্তু আমি জসিম উদ্দিন মেম্বারকে দিয়ে দিয়েছি। তিনিই ব্রিজটির নির্মাণ কাজ করছেন। কোন সমস্যা হলে তিনি সমাধান করবেন।
এ বিষয়ে জসিম উদ্দিন মেম্বারের কাছে জানতে চাইলে তিনি বলেন, ব্রিজটিতে সামান্য ফাটল দেখা দিয়েছে। তবে এটি মূল ব্রিজে নয়। প্রয়োজনে এটি ঠিক করে দিবো।
উল্লেখ্য, দুই মাস আগে উপজেলার চরম্বা ইউনিয়নে আরও একটি ব্রিজ উদ্বোধনের আগে ফাটল ধরে ধসে পড়ে।