নিরাপত্তা ইস্যুতে এবার ভারত থেকে ৪১ জন কূটনীতিককে সরিয়ে নিয়েছে কানাডা। গতকাল বৃহস্পতিবার কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি এ তথ্য নিশ্চিত করেছেন। ভারতীয় গণমাধ্যমে এনডিটিভির এক প্রতিবেদনে এমনটা জানানো হয়েছে৷
মেলানি জোলি বলেছেন, আমাদের কূটনীতিকদের সরিয়ে নিতে বলেছিল ভারত সরকার। তাই আমরা কূটনীতিকদের প্রত্যাহার করে নিয়েছি।
কানাডিয়ান পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত শুক্রবারের (২০ অক্টোবর) মধ্যে কানাডার ২১ জন কূটনীতিক এবং তাদের পরিবার ছাড়া সকলের অনাক্রম্যতা বা নিরাপত্তা অনৈতিকভাবে প্রত্যাহার করার পরিকল্পনা করেছে। এরপরেই তাদের সরিয়ে নেওয়া হয়েছে।
গতকাল বুধবার মেলানি জোলি বলেছেন, ৪১ জন কূটনীতিকের নিরাপত্তা প্রত্যাহার করা শুধু নজিরবিহীন না, একই সঙ্গে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। তবে কানাডার এ নিয়ে পাল্টা পদক্ষেপ নেওয়ার কোনো পরিকল্পনা নেই।
এর আগে গতমাসে খালিস্তানি নেতা হারদীপ সিং হত্যাকাণ্ডে ভারতীয় সরকার জড়িত বলে পার্লামেন্টে অভিযোগ করেন খোদ কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তবে ট্রুডোর এমন দাবি উড়িয়ে দিয়েছে ভারত।এরপর থেকে দেশ দুইটির মধ্যে সম্পর্কে তলানিতে ঠেকেছে।
ভারত সরকার শুধু কানাডার শীর্ষ কূটনীতিককে প্রত্যাহার করেনি, কানাডীয়দের জন্য ভিসা পরিষেবাও স্থগিত করেছে।