৪৩তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সত্ত্বেও নিয়োগের জন্য অনুপযুক্ত বিবেচিত ২২৭ জন প্রার্থী পুনর্বিবেচনার আবেদন করতে পারবেন। এ আবেদন গ্রহণের সুযোগ সবার জন্য উন্মুক্ত বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বৃহস্পতিবার (২ জানুয়ারি) মন্ত্রণালয় থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ৪৩তম বিসিএস পরীক্ষার মাধ্যমে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) থেকে ২,১৬৩ জন প্রার্থীকে সাময়িকভাবে সুপারিশ করা হয়। তাদের মধ্যে স্বাস্থ্য পরীক্ষায় অনুপস্থিত থাকা ৪০ জন এবং গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে বিরূপ মন্তব্য পাওয়া ২২৭ জনসহ মোট ২৬৭ জনকে বাদ দেওয়া হয়েছে।
বিধি অনুযায়ী, পিএসসির সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের প্রাক-চরিত্র যাচাই-বাছাই এবং স্বাস্থ্য পরীক্ষার পর বাদ পড়া প্রার্থীদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। জেলা প্রশাসক ও পুলিশের স্পেশাল ব্রাঞ্চের প্রতিবেদনের পাশাপাশি এনএসআই এবং ডিজিএফআইয়ের প্রতিবেদনের ভিত্তিতে এই যাচাই-বাছাই করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বাদ পড়া ২৬৭ জনের মধ্যে যেকোনো ব্যক্তি পুনর্বিবেচনার আবেদন করলে তা গ্রহণ করা হবে। এর মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া নিয়ে জনগণের আস্থা পুনঃপ্রতিষ্ঠিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
সরকারি প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, ২,১৬৩ জন প্রার্থীর মধ্যে ৪০ জন স্বাস্থ্য পরীক্ষায় অনুপস্থিত ছিলেন। এজেন্সির প্রতিবেদন অনুযায়ী, ২২৭ জনের ক্ষেত্রে বিরূপ মন্তব্য পাওয়া যায়। এ কারণে তাদের নিয়োগ সাময়িকভাবে স্থগিত করা হয়। বাদ পড়া ২৬৭ জনকে বাদ দিয়ে ১,৮৯৬ জন প্রার্থীর জন্য ৩০ ডিসেম্বর নিয়োগ প্রজ্ঞাপন জারি করা হয়েছে।