বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নেয়ার পর থেকেই ফারুক আহমেদের প্রতি দেশের ক্রিকেটপ্রেমীদের প্রত্যাশা অনেক বেড়েছে। তবে দায়িত্ব নেয়ার মাত্র চার মাসের মধ্যে কোনো ম্যাজিকাল পরিবর্তন আনা সম্ভব নয় বলে জানিয়েছেন বিসিবি সভাপতি।
বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় ফারুক আহমেদ বলেন, “আপনি যদি গত কিছুদিনের পারফরম্যান্স দেখেন, এটি ছিল ভালো এবং খারাপের সংমিশ্রণ।”
তিনি উল্লেখ করেন, পাকিস্তানে দুটি সিরিজ জেতার পর ভারত সফরে দুটি টেস্টেই হারের মুখ দেখতে হয়েছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একটি টেস্ট জিতলেও আরেকটি হেরে এসেছে দল। ঢাকা হোম সিরিজেও দুটি সিরিজ হারতে হয়েছে। তবে টি-টোয়েন্টি ফরম্যাটে ওয়েস্ট ইন্ডিজ সফরে ভালো সাফল্য পেয়েছে বাংলাদেশ।
বিপিএলের এবারের আসরে প্রথম দুই দিনের ম্যাচগুলোতে রানের বন্যা দেখা গেছে, যার পেছনে বড় ভূমিকা রেখেছে ভালো মানের উইকেট। এই প্রসঙ্গে বিসিবি সভাপতি বলেন, “ওয়েস্ট ইন্ডিজে আমরা ভালো উইকেটে ওয়ানডে খেলেছিলাম, কিন্তু রান তুলতে পিছিয়ে ছিলাম। তাই আমি মনে করি, আমাদের অন্তত দুই-তিনটি সিরিজ ভালো উইকেটে খেলা উচিত। আমরা সেই লক্ষ্যেই চেষ্টা করছি।”
তিনি আরও ব্যাখ্যা করেন, “ভালো উইকেট একজন ব্যাটারের জন্য অনেক সুবিধা এনে দেয়। সে জানে কোন বল কোথায় পড়লে কীভাবে খেলতে হবে। এই আত্মবিশ্বাস একজন ব্যাটারকে ভয়ডরহীন শট খেলতে সাহায্য করে। তবে সব সময় ব্যাটিং-বান্ধব উইকেট তৈরি করাও সঠিক নয়। আমাদের ভয়ডরহীন ক্রিকেট খেলার অভ্যাস তৈরি করতে হবে।”
দায়িত্ব নেয়ার পর মাত্র চার মাসে যুগান্তকারী কিছু করা সম্ভব নয় উল্লেখ করে ফারুক আহমেদ বলেন, “ফলাফল পেতে হলে সঠিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। আমার দায়িত্ব গ্রহণের চার মাস হয়েছে। যদি আমরা প্রক্রিয়াটা ঠিক করতে পারি, তবে লজিক্যালি ভালো ফলাফল আসবে। এজন্য ধৈর্য ধরতে হবে। চার মাসে ম্যাজিক কিছু করা সম্ভব নয়।”
ক্রিকেট উন্নয়নের ক্ষেত্রে সময় ও ধৈর্যের প্রয়োজনীয়তা এবং ভালো পরিকল্পনার ওপর গুরুত্বারোপ করে ফারুক আহমেদ দেশের ক্রিকেটপ্রেমীদের আশ্বস্ত করেছেন যে, সঠিক পথে এগোতে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।