সোমবার, ১১ আগস্ট, ২০২৫

৫ কোটি টাকা চাঁদা দাবি যুবদল নেতার, না দেওয়ায় বাস ভাঙচুর

মো. আল আমিন, শরীয়তপুর প্রতিনিধি
-বিজ্ঞাপণ-spot_img

ঢাকার যাত্রাবাড়ীতে চাঁদা না দেওয়ায় শরীয়তপুরগামী পরিবহন বাসে ভাঙচুর ও শ্রমিকদের ওপর হামলার অভিযোগ উঠেছে যুবদলের এক নেতার বিরুদ্ধে। এতে আতঙ্কে যাত্রাবাড়ী রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছেন শরীয়তপুরের পরিবহন মালিক-শ্রমিকরা। ফলে দুর্ভোগে পড়েছেন হাজারো যাত্রী।

শনিবার (১২ জুলাই) সকালে শরীয়তপুর জেলা বাস মালিক সমিতির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন ক্ষতিগ্রস্ত বাস মালিক ও শ্রমিকরা।

তাদের অভিযোগ, চাঁদার ৫ কোটি টাকা না পেয়ে যাত্রাবাড়ী থানা যুবদলের সাবেক সহ-সভাপতি মুশফিকুর রহমান ফাহিম ও তার অনুসারীরা ‘শরীয়তপুর সুপার সার্ভিস’ নামের একটি পরিবহনের অন্তত ২৫টি বাস ভাঙচুর করে। হামলার শিকার হন চালক ও শ্রমিকরাও।

সংবাদ সম্মেলনে জানানো হয়, পদ্মা সেতু চালুর পর থেকে শরীয়তপুর-ঢাকা রুটে নিয়মিত চলাচল করে আসছে শরীয়তপুর সুপার সার্ভিসের প্রায় দুই শতাধিক বাস। প্রতিদিন এই রুটে চলাচল করেন প্রায় ৩০ হাজার যাত্রী। সম্প্রতি এই পরিবহন সংস্থার কাছে ৫ কোটি টাকা চাঁদা দাবি করেন যুবদল নেতা ফাহিম। দাবি মানা না হলে হামলা চালানো হয় বলে অভিযোগ মালিক-শ্রমিকদের।

বাস চালক মাসুদ রানা বলেন, ‘যাত্রাবাড়ী গেলেই বিএনপির কয়েকজন নেতা বাসে হামলা চালায়। শ্রমিকদের মারধর করে। নিরাপত্তাহীনতায় পড়ে পাঁচদিন ধরে রুটে গাড়ি চালাতে পারছি না। পরিবার নিয়ে দুঃসময় পার করছি।’

মারধরের শিকার বাসশ্রমিক নয়ন বেপারী বলেন, ‘হঠাৎ কয়েকজন এসে আমাদের বাসে হামলা চালায়। কিছু বোঝার আগেই গ্লাস ভেঙে ফেলে। আমাকে মেরে আহতও করে। এখন আর বাস চালানোর সাহস পাচ্ছি না।’

বাস চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরাও। যাত্রী আরিফ বলেন, ‘আগে সরাসরি যাত্রাবাড়ী বাসস্ট্যান্ডে নামতে পারতাম। এখন শুনছি, বাস সেখানে না গিয়ে ধোলাইপাড়ে থামে। এতে সময়, টাকা ও কষ্ট—সবই বেড়ে গেছে।’

শরীয়তপুর আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি ফারুক আহম্মেদ চৌকিদার বলেন, ‘চাঁদাবাজি আগে ছিলো, তবে তা সহনীয় পর্যায়ে। এখন সেটা ভয়াবহ হয়ে উঠেছে। ফাহিম নামে এক নেতা ৫ কোটি টাকা দাবি করেছে। টাকা না দেওয়ায় আমাদের গাড়িগুলোতে হামলা হচ্ছে। আমরা এর প্রতিবাদ জানাই।’

বাস মালিক সমিতির সভাপতি ফারুক তালুকদার বলেন, ‘প্রতিমাসে সাড়ে ৭ লাখ টাকা চাঁদা নেওয়ার পরেও এখন একবারে ৫ কোটি টাকা চাচ্ছে ফাহিম। আমরা এ দাবি মানিনি, বিষয়টি বিএনপি হাইকমান্ডকেও জানিয়েছি। এরপর থেকেই তিনি ক্ষিপ্ত হয়ে হামলা চালাচ্ছেন।’

অভিযোগ সম্পর্কে জানতে চাইলে মুশফিকুর রহমান ফাহিম অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমাদের গাড়ির রুট পারমিট থাকা সত্ত্বেও শরীয়তপুরের মালিক সমিতি আমাদের রুটে যেতে দেয় না। এখন আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে। আমি চাঁদা দাবি করিনি। যদি করে থাকি, আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক। দোষ প্রমাণ হলে শাস্তি মাথা পেতে নেব।’

এ বিষয়ে শরীয়তপুরের পুলিশ সুপার নজরুল ইসলাম বলেন, ‘আমরা জানতে পেরেছি, যাত্রাবাড়ীতে শরীয়তপুর সুপার সার্ভিসের বাসে চাঁদা দাবি ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বিষয়টি জানার পর ডিএমপির সংশ্লিষ্ট ইউনিটের সঙ্গে আমরা যোগাযোগ করেছি। চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যৌথভাবে কাজ চলছে।’

শেয়ার করুন

সর্বশেষ নিউজ

শিক্ষার্থীরা আস্থা রাখলে ডাকসু ভিপি পদে প্রার্থী হবো: ছাত্রদল নেতা মুমিনুল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সহসভাপতি (ভিপি) পদে প্রার্থী হতে আগ্রহ প্রকাশ করেছেন ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মুমিনুল ইসলাম জিসান। তিনি...

ভাবির সঙ্গে স্বামীর পরকীয়া ফাঁসের পর ৫ সন্তান নিয়ে অসহায় ভাই-বোন, স্ত্রীসহ সাতজনের বিরুদ্ধে মামলা

আপন ভাই-বোন নারগিস ও জাইদুল। স্বামীর করা মামলায় পালিয়ে বেড়াচ্ছেন স্ত্রী নারগিস। তার ভাই জাইদুল ও বাবা তরিকুল ১৫ দিন জেল খেটেছেন। স্বামী মমিন...

মুরাদনগরে ট্রিপল মার্ডার; উপদেষ্টার পরিবারকে মিথ্যা অপবাদে জাড়ানোর প্রতিবাদে নারীসমাজের মানববন্ধন

কুমিল্লার মুরাদনগরের উপজেলার বাঙ্গরা বাজার থানায় মাদক সংশ্লিষ্টাতার অভিযোগে গণপিটুনি দিয়ে একই পরিবারের মা, ছেলে ও মেয়েকে হত্যার ঘটনায় মামলা ও গ্রেপ্তার আতংর্কে প্রায়...

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে অস্ট্রেলিয়া

গাজায় ইসরায়েলি বাহিনীর চালানো হত্যাযজ্ঞের মধ্যেই এবার রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া। আগামী সেপ্টেম্বর মাসেই এই স্বীকৃতি দেবে দেশটি।অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী অ্যান্থনি...

সম্পর্কিত নিউজ

শিক্ষার্থীরা আস্থা রাখলে ডাকসু ভিপি পদে প্রার্থী হবো: ছাত্রদল নেতা মুমিনুল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সহসভাপতি (ভিপি) পদে প্রার্থী হতে আগ্রহ প্রকাশ...

ভাবির সঙ্গে স্বামীর পরকীয়া ফাঁসের পর ৫ সন্তান নিয়ে অসহায় ভাই-বোন, স্ত্রীসহ সাতজনের বিরুদ্ধে মামলা

আপন ভাই-বোন নারগিস ও জাইদুল। স্বামীর করা মামলায় পালিয়ে বেড়াচ্ছেন স্ত্রী নারগিস। তার ভাই...

মুরাদনগরে ট্রিপল মার্ডার; উপদেষ্টার পরিবারকে মিথ্যা অপবাদে জাড়ানোর প্রতিবাদে নারীসমাজের মানববন্ধন

কুমিল্লার মুরাদনগরের উপজেলার বাঙ্গরা বাজার থানায় মাদক সংশ্লিষ্টাতার অভিযোগে গণপিটুনি দিয়ে একই পরিবারের মা,...