অন্তর্বর্তী সরকার পাঁচ বছর ক্ষমতায় থাকার আমি কিছু বলিনি, জনগণ বলেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। প্রধান উপদেষ্টা তো বলেই দিয়েছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে। আমার তো এটা নিয়ে বলার প্রশ্নই আসে না।
মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে সচিবালয়ে আয়োজিত এক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন।
গত ১০ এপ্রিল সুনামগঞ্জ সফরকালে উপদেষ্টা সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে বলেছিলেন, ‘সাধারণ মানুষের মতে, আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের থেকে ভালো হয়েছে… ওই রাস্তা থেকে আমারে বলতেছিল, আপনারা আরও পাঁচ বছর থাকেন।’
তার সেই বক্তব্য ঘিরে বিভিন্ন মহল থেকে সমালোচনা হয় যে, এই সরকার পাঁচ বছর ক্ষমতায় থাকতে চায়। এ ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আমি তো বলি নাই। জনগণ বলছে। আমি তো কিছুই বলি নাই।’
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘সরকার তো বলেই দিছে, ডিসেম্বর থেকে জুনের ভেতরে নির্বাচন। আমার তো ওটা বলার প্রশ্নই ওঠে না।’
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) প্রধানের পদ থেকে অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিকের বদলি নিয়ে তিনি বলেন, পুলিশের ক্ষেত্রে যাবে আসবে, এটা একটা নিয়ম।
মডেল মেঘনার ঘটনাকে কেন্দ্র করে করা হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, না, এসব কোনো ঘটনাকে কেন্দ্র করে না। এটা একটা নরমাল প্রসেস, ওনি হয়তো অসুস্থ আছেন, না হলে অন্য কোনো কিছু আছে সেসব কারণে পরিবর্তন হয়েছে।
পুলিশের লোগো ও পোশাক কবে থেকে কার্যকর হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, নতুন পোশাক কার্যকর হয়ে গেছে। তবে আমরাতো অতো বড় লোক দেশ না, যে একটা পোশাক ছেড়ে নতুন একটা পরে নিলাম। এজন্য আমাদের আগের পোশাকটা আস্তে আস্তে শেষ হবে এবং নতুন পোশাক আসবে। লোগোর বিষয়টাও একই অবস্থা। আমরা আস্তে আসাতে চেষ্টা করছি। যেহেতু এটার সাথে টাকা জড়িত, এটাতো এমন না যে আমি ফু দিলাম হয়ে গেল।