রবিবার, ২৪ আগস্ট, ২০২৫

৫ লাখ মুসুল্লি নিয়ে কিশোরগঞ্জে শোলাকিয়ায় অনুষ্ঠিত ঈদের জামাত

ফজলুল হক বাবু, জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ
-বিজ্ঞাপণ-spot_img

কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে বরাবরের মতো এবারও পবিত্র ঈদুল ফিতরের বড় জামাত অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১০ এই জামাত অনুষ্ঠিত হয়। অন্যন্য বছরের মতোই শোলাকিয়ার ঈদগাহ মাঠে মুসল্লিদের ভিড় ছিল লক্ষণীয়। এই ঈদগাহে এটি ১৯৮ তম ঈদের নামাজ। ভোর থেকেই এই ময়দানে ঈদের জামাতে অংশ নিতে জেলাসহ সারা দেশ থেকে আসা প্রায় পাঁচ লাখের মত মুসুল্লি অংশ নেয়।

এ বছর ঈদের জামাতে ইমামতি করেন মুফতি আবুল খায়ের মোহাম্মদ ছাইফুল্লাহ।

প্রতিবারের মতো রীতি অনুযায়ী এবারও শর্ট গানের ৬টি ফাকা গুলি ছুড়ে শুরু হয়েছে কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহের জামাত। ভোর থেকেই দলে দলে মুসুল্লিরা ছুটে আসেন মাঠে। ১০টার পূর্বেই শোলাকিয়ার ঈদগাহ ময়দান কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়।

ঈদ জামাতকে ঘিরে জেলার সকল আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয় কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা করা হয়। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে মাঠে ঢুকতে হয়েছে মুসুল্লিদের। জায়নামাজ ও মোবাইল ছাড়া সাথে অন্য কিছু থাকলে মাঠে প্রবেশ করতে দেওয়া হয়নি।

দূর-দূরান্তের মুসুল্লিদের সুবিধার্থে প্রতি বছরের মতো ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জ এবং ভৈরব থেকে কিশোরগঞ্জ পর্যন্ত দুটি বিশেষ ট্রেনের ব্যবস্থা ছিল।

ভৈরব থেকে ঈদের জামাতে অংশ নিতে আসা শামসুল মামুন বলেন, আমার দাদা এ মাঠে নামাজ পড়তেন। ছোটবেলায় বাবার সঙ্গে এসেছি। এখন বন্ধুদের সঙ্গে এখানে ঈদের নামাজ পড়তে আসি। তাই আজও ঈদের নামাজ আদায় করে ভালো লেগেছে।

ঈদগাহ পর্যবেক্ষণের জন্য ৬ টি ওয়াচ টাওয়ার, চারটি ড্রোন ক্যামেরাসহ পর্যাপ্ত সিসি ক্যামেরা দিয়ে নজরদারির ব্যবস্থা ছিল। পুলিশ, র‍্যাব, বিজিবি, সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ কয়েক স্তরের নিরাপত্তার চাদরে ঢাকা ছিল জেলা শহরসহ ঈদগাহ মাঠ।

কিশোরগঞ্জের পুলিশ সুপার মো. হাছান চৌধুরী বলেন, নিরাপত্তা এবং মুসুল্লিদের সকল সুযোগ সুবিধার কোনো কমতি রাখা হয়নি। আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি সবকিছু ঠিক রাখতে। এখন মুসুল্লিরা বাড়ি পৌঁছানো পর্যন্ত তদারকি করবো, যাতে ঈদ উদযাপনে কোনো বাধা না আসে।

উল্লেখ্য, ১৮২৮ সালে প্রথম ঈদুল ফিতরের একটি জামাতে এ মাঠে প্রথম সোয়ালাখ মুসল্লি একসঙ্গে ঈদের নামাজ আদায় করেছিল, সেই থেকে এ মাঠের নাম হয় সোয়ালাখিয়া। যা এখন বাংলাদেশ সহ বিশ্বের মুসলমানদের কাছে শোলাকিয়া নামে পরিচিত পায়।

শেয়ার করুন

সর্বশেষ নিউজ

‘জুলাইয়ের পরও আমাদের রাজনীতিবিদদের কোনো পরিবর্তন হয়নি’

জুলাইয়ের পরও আমাদের রাজনীতি- বিদদের কোনো পরিবর্তন হয়নি বলে মন্তব্য করেছেন বিগ্রেডিয়ার জেনারেল(অব.) আবদুল্লাহিল আমান আজমী।রোববার(২৪ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে ফেস...

বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে এক চুক্তি, ৪টি স্মারক ও একটি কর্মসূচি সই

অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং ঢাকা সফররত পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের দ্বিপক্ষীয় বৈঠক শেষে দুই দেশের মধ্যে একটি চুক্তি,...

কাদা ছোড়াছুড়ি না করে ভালো কাজের প্রতিযোগিতার আহবান সাদিক কায়েমের

ঢাবি প্রতিনিধিডাকসু নির্বাচনকে কেন্দ্র করে একে অপরের বিরুদ্ধে কাদা ছোড়াছুড়ি না করে সকল প্রার্থীকে ভালো কাজের প্রতিযোগিতার আহ্বান জানিয়েছেন ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী...

ইকসু গঠনে এক প্লাটফর্মে ইবির সকল শিক্ষার্থী 

স্বাধীন বাংলাদেশের প্রথম পাবলিক বিশ্ববিদ্যালয় হলো কুষ্টিয়ার  ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। কিন্তু দীর্ঘ ৪৫ বছরেও গঠিত হয়নি কেন্দ্রীয় ছাত্র সংসদ। তবে সম্প্রতি এ নিয়ে সরব...

সম্পর্কিত নিউজ

‘জুলাইয়ের পরও আমাদের রাজনীতিবিদদের কোনো পরিবর্তন হয়নি’

জুলাইয়ের পরও আমাদের রাজনীতি- বিদদের কোনো পরিবর্তন হয়নি বলে মন্তব্য করেছেন বিগ্রেডিয়ার জেনারেল(অব.) আবদুল্লাহিল...

বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে এক চুক্তি, ৪টি স্মারক ও একটি কর্মসূচি সই

অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং ঢাকা সফররত পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী...

কাদা ছোড়াছুড়ি না করে ভালো কাজের প্রতিযোগিতার আহবান সাদিক কায়েমের

ঢাবি প্রতিনিধিডাকসু নির্বাচনকে কেন্দ্র করে একে অপরের বিরুদ্ধে কাদা ছোড়াছুড়ি না করে সকল...