বাংলাদেশ ব্যাংক ছয়টি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে (এমডি) বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর নির্দেশ দিয়েছে। এসব ব্যাংকের মধ্যে রয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, এসআইবিএল, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক ও আইসিবি ইসলামী ব্যাংক।
রোববার (৫ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের কেন্দ্রীয় ব্যাংক থেকে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদকে এ নির্দেশনা প্রদান করা হয়। জানা গেছে, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরের সঙ্গে এসব ব্যাংকের চেয়ারম্যানদের এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে এসব ব্যাংকের এমডিদের সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
এটা মনে রাখা জরুরি যে, এসব ব্যাংক ঋণ কেলেঙ্কারি ও নানা অনিয়মের জন্য আলোচনায় এসেছে, বিশেষ করে যখন আওয়ামী লীগের শাসনামলে এসব ব্যাংকগুলো সংকটের মুখে পড়েছিল। ব্যাংক খাতের সংস্কারের অংশ হিসেবে টাক্সফোর্স শিগগিরই ‘ফরেনসিক অডিট’ চালানোর পরিকল্পনা করছে, যাতে ব্যাংকগুলোর অবস্থা সম্পর্কে আরও তথ্য উদঘাটিত হতে পারে।
এমডি পরিবর্তন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে কারণ এসব ব্যাংকের বর্তমান ব্যবস্থাপনা আগের কর্তৃপক্ষের সময়ে দায়িত্বে ছিল। তাদের অধীনে চলতে থাকলে অডিট প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হতে পারে, আর এজন্য তাদের পদত্যাগ করা হচ্ছে।