আজ দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে দুইটি ম্যাচে দুটো ভিন্ন উত্তেজনা দেখা গেছে। এক ম্যাচে যেখানে ৭টি গোল হয়েছে, আরেকটি ম্যাচে গোল হয়েছে মাত্র ১টি, তবে দুটি ম্যাচেই জয় এসেছে এক গোলের ব্যবধানে।
আর্জেন্টিনা তাদের শক্তিশালী প্রতিপক্ষ উরুগুয়ের বিপক্ষে ৭ গোলের ম্যাচে ৪–৩ ব্যবধানে জয় পায়। প্রথমার্ধে আর্জেন্টিনার খুদেরা ৫২ মিনিটের মধ্যে ৩–০ গোলে এগিয়ে ছিল। এরপর ৬৯ মিনিটে ৪–১ ব্যবধানে এগিয়ে যায় তারা। যদিও উরুগুয়ে ৮৬ মিনিটে দুটি গোল করে ম্যাচে ফিরতে চেয়েছিল, তবে শেষ পর্যন্ত আর্জেন্টিনার জয়ই নিশ্চিত হয়।
ব্রাজিল তাদের পরবর্তী ম্যাচে কলম্বিয়াকে ১–০ গোলে পরাজিত করেছে। প্রথমার্ধে গোলটি আসে পেদ্রো হেনরিকের কর্নার থেকে ডিফেন্ডার লাগো দা সিলভার হেডে। তবে ম্যাচের শেষ দিকে ব্রাজিলের রাইটব্যাক ইগর সেরোতে লাল কার্ড দেখেন। এর আগে, ব্রাজিল তাদের প্রথম ম্যাচেও উরুগুয়েকে ১–০ গোলে পরাজিত করেছিল।
এখন পর্যন্ত আর্জেন্টিনা ১৪ গোল করে গোল করার দৌড়ে এগিয়ে রয়েছে, যেখানে ব্রাজিল মাত্র ৭ গোল করেছে। তবে ফলাফলের দিক থেকে ব্রাজিলের পারফরম্যান্স একটু ধীরগতিতে হলেও তাদের জয় ধারাবাহিক। এই টুর্নামেন্টের মাধ্যমে, আর্জেন্টিনা এবং ব্রাজিল উভয়ই চিলিতে অনুষ্ঠিত হতে যাওয়া অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে জায়গা করে নেওয়ার পথে রয়েছে।
চূড়ান্ত পর্বে ৬ ম্যাচের মধ্যে ২ ম্যাচে হারলেও ব্রাজিল এখন পর্যন্ত ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে, আর আর্জেন্টিনা ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে। ৪টি সেরা দল বিশ্বকাপের টিকিট পাবে এবং পরবর্তী ম্যাচগুলোতে জয়ী হলে আর্জেন্টিনা ও ব্রাজিল বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত করতে পারবে।
বিশ্বকাপের আয়োজক চিলি পঞ্চম স্থানে থেকে বাছাইপর্ব শেষ করলে পরবর্তী দলটি বিশ্বকাপে সুযোগ পাবে।