রাজধানীর শ্যামলীতে শিশু মেলার সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন জুলাই অভ্যুত্থানে আহতরা।
রোববার দুপুর ১২টার দিকে সাত দফা দাবি নিয়ে তারা সড়ক অবরোধ করে অবস্থান নেন। আহতদের অনেকে রাস্তায় বসে ও শুয়ে পড়েন। এতে উভয়দিকের সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
আহতদের সাত দফা দাবিগুলো হলো-
১. ২৪’র যোদ্ধাদের মধ্যে আহত ও শহীদদের হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের পূর্ণাঙ্গ বিচার।
২. বিগত ফ্যাসিস্ট সরকারের অনুসারীদের সরকারের বিভিন্ন পদ থেকে অপরসারণপূর্বক গ্রেপ্তার।
৩. আহতদের ক্যাটাগরি সঠিকভাবে প্রণয়ন।
৪. আহতদের পুনর্বাসন প্রক্রিয়া সঠিকভাবে বাস্তবায়ন।
৫. আহতদের চিকিৎসার সর্বোচ্চ সুব্যবস্থা নিশ্চিত করতে হবে।
৬. আহত ও শহীদদের রাষ্ট্রীয় সম্মাননাসহ প্রয়োজনীয় আইনি সুরক্ষা নিশ্চিত করতে হবে।
৭. আহতদের আর্থিক অনুদানের অঙ্ক বৃদ্ধিসহ ভবিষ্যৎ নিরাপত্তার বিষয়টি সুসংহত করতে হবে।
গতকাল শনিবার বিকাল থেকে এই বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন আহতরা।
বিক্ষোভকারীরা জানিয়েছেন, যতক্ষণ পর্যন্ত তাদের দাবি পূরণ না হবে ততক্ষণ পর্যন্ত রাজপথে থাকবেন।
এর আগে ভাতা, রাষ্ট্রীয় স্বীকৃতি, পূর্নবাসন, আহত সঠিক ক্যাটাগরি ও সুচিকিৎসাসহ পাঁচ দফা দাবিতে ঢাকায় জাতীয় অর্থোপেডিক ইনস্টিটিউট ও পুনর্বাসন কেন্দ্রের (পঙ্গু হাসপাতাল) সামনে সড়ক অবরোধ করেন জুলাই গণআন্দোলনের আহতরা।