মিরপুরের চেনা কন্ডিশনে ফিরেই জ্বলে উঠেছে বাংলাদেশ। সর্বশেষ পাকিস্তান সফরে স্বাগতিকদের বিপক্ষে টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ হয়েছিল টাইগাররা। এবার ঘরের মাঠে যেন সেই প্রতিশোধই নিতে চায় বাংলাদেশ!
সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তানকে পাত্তাই দিল না লিটন দাসের দল।
মিরপুরে টস হেরে আগে ব্যাট করতে নেমে সবকটি উইকেট হারিয়ে ১৯ ওভার ৩ বলে ১১০ রানের বেশি করতে পারেনি পাকিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ৪৪ রান করেছেন ফখর জামান। জবাবে খেলতে নেমে ১৫ ওভার ৩ বলে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।
সবমিলিয়ে এটি পাকিস্তানের বিপক্ষে ৯ বছর পর টি-টোয়েন্টি ফরম্যাটে জয়। এর আগে সবশেষ পাকিস্তানের বিপক্ষে জয় এসেছিল ২০১৬ এর এশিয়া কাপে।
এছাড়া পাকিস্তানের বিপক্ষে সবচেয়ে বেশি বল বাকি রেখে জয়ের নজিরও হয়েছে এই ম্যাচে। এর আগে পাকিস্তানের বিপক্ষে সর্বোচ্চ ২২ বল হাতে রেখে জিতেছিল টাইগাররা। আজ জয় এসেছে ২৭ বল হাতে রেখে।