back to top
Home Uncategorized আগামী মাসের শুরুতে কমতে পারে ডেঙ্গুর সংক্রমণ: স্বাস্থ্য অধিদপ্তর

আগামী মাসের শুরুতে কমতে পারে ডেঙ্গুর সংক্রমণ: স্বাস্থ্য অধিদপ্তর

0
আগামী মাসের শুরুতে কমতে পারে ডেঙ্গুর সংক্রমণ: স্বাস্থ্য অধিদপ্তর

স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ বিভাগের পরিচালক অধ্যাপক ডা. নাজমুল ইসলাম জানিয়েছেন, আগামী মাসের শুরুতে কমতে পারে ডেঙ্গুর সংক্রমণ।

রাজধানীর হোটেল ওয়েস্টিনে জাতীয় ম্যালেরিয়া নির্মূল ও এডিস ট্রান্সমিটেড ডিজিজেস (এটিডিএস) নিয়ন্ত্রণ কর্মসূচি আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

অধ্যাপক ডা. নাজমুল ইসলাম বলেন, জলবায়ু পরিবর্তন এবং সচেতনতার অভাবেই এবার বেড়েছে ডেঙ্গুর সংক্রমণ। যথাসময়ে চিকিৎসকের কাছে না আসা এবং অবহেলার কারণেই ডেঙ্গুতে মৃত্যু ঘটেছে।

তিনি আরও বলেন, হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়েছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ রোগীদের চিকিৎসায় প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করেছে।

এছাড়া যথাসময়ে চিকিৎসকের শরণাপন্ন হলে ডেঙ্গু রোগীর মৃত্যু অনেক কমে আসবে।