22 C
Dhaka
Sunday, January 19, 2025

আমার ছেলে কোনও ধরনের মাদকের সঙ্গে সম্পৃক্ত নয়: ফারদিনের বাবা

- Advertisement -

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট)পুরকৌশল বিভাগের শিক্ষার্থী ফারদিন নুর পরশ ট্র্যাপে পড়ে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বলে
দাবি করেছেন তার বাবা কাজী নুর উদ্দিন রানা। এটি এমন কোনও ঘটনা নয় যে হুটহাট করে মারামারির কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে। এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। যারা পরিকল্পিত কোনও ঘটনা ঘটায় তারা তো অবশ্যই আটঘাট বেঁধেই পরিকল্পনা করে থাকে। আমার ছেলেকে নির্যাতন করে হত্যা করা হয়েছে বলে জানান তিনি। 

সোমবার (১৪ নভেম্বর) একটি গণমাধ্যমের  সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেনে। আইনশৃঙ্খলা বাহিনী ও তদন্ত কর্মকর্তারা এই রহস্য উন্মোচন এবং সঠিক ঘটনা উন্মোচনে কাজ করবেন।

ফারদিনের বাবা বলেন, আমি শুরু থেকেই বলে এসেছিলাম এটি একটি হত্যাকাণ্ড। এই ঘটনা পরিকল্পিত এখনও সেটাই বলছি। আমার ছেলে কোনও ধরনের মাদকের সঙ্গে সম্পৃক্ত নয়। যদি নারায়ণগঞ্জের চানপাড়ায় তার লোকেশন শনাক্ত হয় তাহলে ট্র্যাপে ফেলে কেউ তাকে সেখানে নিয়ে গেছে।

ভয়ভীতি দেখিয়ে পরবর্তীতে তাকে নির্যাতন করে হত্যা করেছে উল্লেখ করে তিনি বলেন, আমার ছেলে বাসা থেকে বের হয়ে যে ডিরেকশনে যাওয়ার কথা ছিল, তার মায়ের কাছে যেভাবে বলে যায় কোথায় যাবে, ওই দিন বাসা থেকে বের হওয়ার আগেও সে তার মাকে সেভাবেই বলে গিয়েছিল।

তিনি বলেন, যদি তার লোকেশন নারায়ণগঞ্জ হয়, তাহলে আমি বলবো সে কখনও নিজে থেকে সেখানে যেতে পারে না। তাকে নিয়ে যাওয়া হয়েছে। তাকে কোনোভাবে ট্র্যাপ করে রাখা হয়েছিল। তাকে আটক করে রাখা হয়েছিল এবং ফোন তার সঙ্গে রাখা হয়েছিল।

ফারদিনের বাবা কিছুটা হতাশা প্রকাশ করে জানান, পত্রপত্রিকায় অনেক বিষয়ে উঠে এসেছে তা দেখে অনেক মন খারাপ হচ্ছে। আমরা আমাদের আস্থা রাখতে চাই গণমাধ্যমের ওপর। আস্থা রাখতে চাই তদন্ত কর্মকর্তাদের ওপর।

আমার সন্তান কারও শত্রু ছিল না জানিয়ে তিনি বলেন, তার নিজের কারণে কোনও শত্রু তৈরি হয়নি, আমার পরিবারের বা আমার ব্যক্তিগত কারণেও তার কোনও শত্রু তৈরি হয়নি। কেউ যদি মনে করে তাকে সরিয়ে দিতে হবে, তার এগিয়ে যাওয়ার যদি সহ্য করতে না পারে, তাহলে সেটা ভিন্ন বিষয়। এসব বিষয়ে তদন্তে উঠে আসবে।

তিনি বলেন, গত ৪ নভেম্বর ডেমরার বাসা থেকে দুপুরের পর বের হওয়ার সময় তার মায়ের সঙ্গে শেষ কথা হয়েছিল সে ক্যাম্পাসে আসবে, গ্রুপ স্টাডি করবে, পরদিন পরীক্ষা দিয়ে বাসায় গিয়ে দুপুরে মায়ের হাতে ভাত খাবে। আমার সন্তান তার মায়ের কথা ছাড়া কোনও পা ফেলে না।ঢাকা থেকে নিখোঁজ হওয়ার পর তার যে মোবাইলে রোমিং বা অবস্থান পরিবর্তনের ঘটনার বিষয়টি উঠে এসেছে তদন্তে, সে স্বেচ্ছায় যায়নি এ বিষয়টিও উঠে আসবে।

তিনি বলেন, সে ট্র্যাপে পড়ে কিংবা পরিস্থিতির শিকার হয়ে, কোনও অজানা কারণে বাধ্য হয়ে থাকতে পারে, এ শঙ্কাও প্রকাশ করেন তিনি। আমি মনে করি সে যা করেছে বাধ্য হয়ে করেছে। সে বিষয়টি সঠিক তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে। আমাদের তদন্ত কর্মকর্তারা অনেক দক্ষ।

গত ৪ নভেম্বর নিখোঁজ হন বুয়েট শিক্ষার্থী ফারদিন নুর পরশ। বিভিন্ন স্থানে সন্ধান করেও কোন খোঁজ না থানায় জিডি করেন তার বাবা। পরে ৭ নভেম্বর শীতলক্ষ্যা নদীতে তার লাশ পাওয়া যায়। ময়নাতদন্ত করা চিকিৎসক, তার পরিবার ও সহপাঠীদের দাবি, ফারদিনকে হত্যা করা হয়েছে। তদন্ত প্রতিবেদন অনুযায়ী, শরীরে আঘাতের চিহ্ন ছিলো৷

- Advertisement -
ফেস দ্যা পিপল লাইভ টক শো উইথ সাইফুর সাগর
Video thumbnail
সীমানায় ঢুকে ভারতীয়দের উদ্ধতপূর্ণ আচরণ। দেশ বিদেশে হাসিনার পরিবারের পতন।
01:06:45
Video thumbnail
নতুন কর-ভ্যাট জনগণের ভোগান্তি আরও বাড়াবে: মির্জা ফখরুল
03:51
Video thumbnail
বিচ্ছিন্নতাবাদী আদিবাসী সন্ত্রাসীরা ৪০ হাজার বাঙালি হত্যা করেছে, শাহাদাৎ ফরাজী সাকিব
08:22
Video thumbnail
বাংলাদেশিদের উপর বিএসএফ গ্যাস বো*মা নিক্ষেপ!
01:14
Video thumbnail
আওয়ামী লীগ নির্বাচনে আসতে পারবে কিনা? সংস্কার কমিশনের অবস্থান কী? জানাচ্ছেন বদিউল আলম মজুমদার
10:18
Video thumbnail
বিএনপির অনুষ্ঠানে শীর্ষ আওয়ামী স*ন্ত্রা' সী গোলাম নাছির: পুলিশের তদন্ত তৎপরতায় প্রশ্ন!
03:33
Video thumbnail
পার্বত্য চট্টগ্রামে ভ'য়া'বহ ষ'ড়য'ন্ত্র! আদিবাসী শব্দ ও গ্রাফিতি উ'ত্তে'জনা! নেপথ্যে কারণ বললেন দর্শক
08:20
Video thumbnail
সীমান্ত পাহারায় বাংলাদেশিরা, থ'ম'থ'মে পরিস্থিতি সীমান্তে!
00:19
Video thumbnail
পাহাড়িদের হাতে অ'স্ত্র কেন? দুই ছাত্রনেতার মধ্যে বি'ত'র্ক, জবাব পাল্টা জবাবে যা জানা গেল
09:15
Video thumbnail
সীমান্তে থমথমে পরিস্থিতি, বিএসএফ ও ভারতীয়দের বাংলাদেশে ঢুকে ঘরবাড়ি দখলের চেষ্টা!
02:18

সর্বশেষ

আমাদের সাথে সংযুক্ত হোন

1,600,000FansLike
428FollowersFollow
1,270,000SubscribersSubscribe