back to top
Home অর্থনৈতিক ও বাণিজ্য চার্জ ছাড়াই রেমিট্যান্স পাঠাতে পারবেন প্রবাসীরা

চার্জ ছাড়াই রেমিট্যান্স পাঠাতে পারবেন প্রবাসীরা

0
চার্জ ছাড়াই রেমিট্যান্স পাঠাতে পারবেন প্রবাসীরা

দেশে চলমান ডলার সংকট পরিস্থিতিতে বৈধভাবে রেমিট্যান্স বাড়ানোর লক্ষ্যে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সে কোনো চার্জ ছাড়াই প্রবাসীরা টাকা পাঠাতে পারবেন বলে তথ্য দিয়েছে ব্যাংক নির্বাহীদের সংগঠন। দেশের বাইরে নিজস্ব এক্সচেঞ্জ হাউস ছুটির দিনগুলোতেও খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রবিবার(৬ নভেম্বর) সন্ধ্যায় সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ে ব্যাংকের প্রধান নির্বাহীদের সংগঠন এবিবি ও বৈদেশিক মুদ্রা লেনদেনকারী ব্যাংকগুলোর সংগঠন বাফেদা এমন সিদ্ধান্ত নেয়। বৈঠকে উভয় সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে সংগঠনগুলোর উর্ধতন কর্তৃপক্ষ সাংবাদিকদের বলেন, বাফেদা ও এবিবির ধারাবাহিক বৈঠকের মতোই আজকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সর্বসম্মতিক্রমে এখন থেকে ব্যাংকগুলো ১০৭ টাকায় রেমিট্যান্স এবং ১০০ টাকায় রপ্তানি আয় সংগ্রহ করবে। প্রবাসী বাংলাদেশিদের সুবিধার্থে রেমিট্যান্স পাঠানোর চার্জ মওকুফ করা হয়েছে।

তারা জানান, কোনো ধরনের খরচ ছাড়া আগামীকাল থেকে প্রবাসীরা দেশে রেমিট্যান্স পাঠাতে পারবেন। শুধু তাই না, ছুটির দিনগুলোতেও এখন রেমিট্যান্স পাঠাতে পারবেন প্রবাসীরা। কারণ ব্যাংকগুলোর পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ছুটিতেও এক্সচেঞ্জ হাউজ খোলা রাখার।

এর আগে গত ২৩ অক্টোবর এর আগে ডলার সংকট নিরসনে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের বিপরীতে ডলার কেনার সর্বোচ্চ দর ৫০ পয়সা কমিয়ে ১০৭ টাকা করা হয়। আর রপ্তানি বিল ৫০ পয়সা বাড়িয়ে করা হয় ৯৯ টাকা ৫০ পয়সা। 

গত ২৬ সেপ্টেম্বর এক সভায়  ১০৭ টাকা ৫০ পয়সা প্রবাসী আয়ে নির্ধারণ করা হয়। রপ্তানি আয়ে ৯৯ টাকা নির্ধারণ করা হয়।