back to top
Home জাতীয় চীন কখনও বাংলাদেশের রাজনীতি নিয়ে মাথা ঘামায় না

চীন কখনও বাংলাদেশের রাজনীতি নিয়ে মাথা ঘামায় না

0
চীন কখনও বাংলাদেশের রাজনীতি নিয়ে মাথা ঘামায় না

চীন এখন যেমন বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে কাজ করছে, ভবিষ্যতেও তারা উন্নয়ন সহযোগী হিসেবে থাকতে চায় বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। তিনি বলেন, তারা কখনও বাংলাদেশের রাজনীতি নিয়ে মাথা ঘামায়নি, ভবিষ্যতেও ঘামাতে চায় না।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সাথে সাক্ষাৎকার পর্ব শেষে উপস্থিত সাংবাদিকদের তিনি এমনটা জানান।

হাছান মাহমুদ বলেন, চীনের রাষ্ট্রদূত সৌজন্য সাক্ষাতের জন্য এসেছিলেন। স্বাভাবিকভাবেই আমাদের উন্নয়ন ভাবনা এবং আমাদের ডেভেলপমেন্ট প্রসেসে চীন সরকারের যে ভূমিকা সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। দেশের মেগা প্রকল্পের সাথে চীন কাজ করেছে এবং করছে।

তিনি বলেন, চট্টগ্রামে এখন বহিঃসমুদ্র থেকে যাতে সরাসরি পতেঙ্গার ইস্টার্ন রিফাইনারিতে তেল আনতে পাইপলাইন নির্মাণ এবং একটি ইপিজেডের কাজ চলছে, সেগুলো নিয়ে আলোচনা হয়েছে।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, আমাদের ‘সিক্স টিভি’ একটা প্রজেক্ট আছে,  যার মাধ্যমে বিভাগীয় শহরগুলোতে টেলিভিশন কেন্দ্র স্থাপনের জন্য আমরা একটি পরিকল্পনা গ্রহণ করেছি, সেটি চীন সরকারের অর্থায়নে হওয়ার কথা ‘কনসেশনাল লোনে’, সেটি নিয়েও আলোচনা হয়েছে।

‘যেহেতু পৃথিবীতে অর্থনৈতিক মন্দা চলছে, সে কারণে আমরা এ বিষয়ে আপাতত ধীরগতিতে এগুচ্ছি’, যোগ করেন ড. হাছান।

চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সাংবাদিকদের বলেন, তথ্যমন্ত্রীর সাথে একটি প্রাণবন্ত আলোচনা হয়েছে। বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে চীন এ দেশের অর্থনৈতিক, অবকাঠামোগত এবং সামাজিক উন্নয়ন কাজে অংশীজন হিসেবে সহায়তা করে আসছে। এসব ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পেরে আমরা আনন্দিত।

‘আমরা কখনও এ দেশের রাজনীতি নিয়ে মাথা ঘামাইনি, ভবিষ্যতেও চাই না’, জানান চীনের রাষ্ট্রদূত।