back to top
Home সারাদেশ জ্বালানি তেলের দাম বৃদ্ধি: চট্টগ্রামে বাস চলাচল বন্ধ

জ্বালানি তেলের দাম বৃদ্ধি: চট্টগ্রামে বাস চলাচল বন্ধ

0
জ্বালানি তেলের দাম বৃদ্ধি: চট্টগ্রামে বাস চলাচল বন্ধ

সারাদেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধির খবরে চট্টগ্রাম নগরীতে বাস চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পরিবহন মালিক গ্রুপ।

শনিবার সকাল থেকে নগরীতে বাস চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে পরিবহন মালিকদের এ সংগঠন।

এর আগে শুক্রবার বিশ্ববাজারের সঙ্গে জ্বালানি তেলের মূল্য সমন্বয় করতে জ্বালানি তেলের দাম বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার। নতুন দাম শুক্রবার মধ্যরাত থেকে কার্যকর হয়েছে।

এতে বলা হয়, ভোক্তা পর্যায়ে ডিজেল ও কেরোসিনের দাম লিটার প্রতি ৮০ টাকার পরিবর্তে ১১৪ টাকা, অকটেন ৮৯ টাকার পরিবর্তে ১৩৫ টাকা এবং পেট্রোল ৮৬ টাকার পরিবর্তে ১৩০ টাকা হবে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পরিবহন মালিক গ্রুপের সভাপতি বেলায়েত হোসেন বলেন,’জ্বালানি তেলের দাম বাড়িয়ে দেয়ার কারণে রাতে পেট্রোল পাম্পগুলো তেল দেয়নি। এত দাম দিয়ে জ্বালানি কিনে একই ভাড়ায় আমাদের পক্ষে গাড়ি চালানো সম্ভব না। তেলের দাম বাড়লে যা ভাড়া আসবে তার সব টাকা পেট্রোল পাম্পে দিয়ে আসতে হবে। এতে করে শ্রমিকের বেতনও হবে না, গাড়ির কিস্তি দেব কী করে? তাই শনিবার সকাল থেকে আমাদের বাস চলাচল বন্ধ থাকবে।’