back to top
Home অর্থনৈতিক ও বাণিজ্য টাকার দাম আরো কমলো

টাকার দাম আরো কমলো

0
টাকার দাম আরো কমলো

ব্যাংকগুলোর হাতে ডলারের দাম ছেড়ে দেওয়ার পর থেকে বেড়েই চলেছে ডলারের দাম। আজ সোমবার খোলা বাজারে রেকর্ড ১১৫ টাকায় বিক্রি হয়েছে ডলার। বিপরীতে মান হারাচ্ছে দেশীয় মুদ্রা টাকা।

আজ আন্তঃব্যাংকে প্রতি ডলার ৯৫ টাকা (৯৪ টাকা ৯৫ পয়সা) দরে বিক্রি করছে বাংলাদেশ ব্যাংক। এর আগে রোববার (৭ আগস্ট) ডলারের দর ছিল ৯৪ টাকা ৭০ পয়সা। অর্থাৎ একদিনের ব্যবধানে ডলারের বিপরীতে আরও ৩০ পয়সা দর হারিয়েছে টাকা।

এছাড়া সংকট কাটাতে ব্যাংকগুলোতে রিজার্ভ থেকে ডলার সরবরাহ করছে বাংলাদেশ ব্যাংক। আজ ব্যাংকগুলোকে ১৩৯ মিলিয়ন বা প্রায় ১৪ কোটি ডলার সরবরাহ করেছে কেন্দ্রীয় ব্যাংক।

এদিকে ব্যাংকগুলো গ্রাহকের কাছে ডলার প্রায় ১০০ টাকার মধ্যে বিক্রি করছে। সোমবার (৮ আগস্ট) দুপুর থেকে খোলাবাজারে ডলার ১১৪ থেকে ১১৫ টাকায় বিক্রি হতে দেখা যায়। যা এ যাবতকালের মধ্যে সর্বোচ্চ দাম।